ময়মনসিংহে ব্রহ্মপুত্রের ওপর আর্চওয়ে সেতুর নির্মাণকাজ শুরু সেপ্টেম্বরে

ময়মনসিংহ নগরের কেওয়াটখালী এলাকায় নির্মিতব্য সেতুর নকশা
সওজের ভিডিও থেকে নেওয়া

বাংলাদেশের সবচেয়ে বড় দৈর্ঘ্যের আর্চওয়ে সেতু নির্মাণ হবে ময়মনসিংহে—এমন খবর প্রচারিত হয় প্রায় দুই বছর আগে। অবশেষে সেই সেতুর নির্মাণকাজ শুরু হতে যাচ্ছে। নগরের কেওয়াটখালী এলাকায় ব্রহ্মপুত্র নদের ওপর সেতুটির নির্মাণকাজের উদ্বোধন হবে আগামী সেপ্টেম্বরে। গতকাল মঙ্গলবার ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের মাসিক সমন্বয় সভায় এই তথ্য জানান সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শওকত আলী।

২০২১ সালের আগস্টে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ওই সেতু নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেতুর মোট দৈর্ঘ্য হবে ১ হাজার ১০০ মিটার। মূল অংশের দৈর্ঘ্য ৩২০ মিটার। নদের ৩২০ মিটারে কোনও আরসিসি পিলার থাকবে না। এতে পানিপ্রবাহ ঠিক থাকবে। 

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া আজ বুধবার প্রথম আলোকে বলেন, সমন্বয় সভায় সওজের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর মাসে কেওয়াটখালী এলাকায় সেতুটির নির্মাণকাজ শুরু হবে। ময়মনসিংহ শহরতলির রহমতপুর এলাকায় ব্রহ্মপুত্র নদের ওপর আরও একটি সেতুর নির্মাণকাজ শুরু হবে অক্টোবরে। তৃতীয় সেতুটির নির্মাণের ব্যাপারে স্থান নির্ধারণের কাজ চলছে।

সওজ সূত্রে জানা যায়, ময়মনসিংহ শহর পার হয়ে শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জসহ বিভিন্ন জেলায় যাওয়ার জন্য বর্তমানে একটি সেতু রয়েছে। সেতুটি ৩২ বছর আগে নির্মাণ করা হয়। এই সেতুতে বর্তমানে যানবাহনের চাপে যানজট সৃষ্টি হয়। কেওয়াটখালী সেতুটির নির্মাণকাজ সমাপ্ত হলে ময়মনসিংহ থেকে শেরপুর ও নেত্রকোনা জেলার সীমান্তবর্তী উপজেলাগুলোতে যাতায়াত সহজ হবে।

সওজের ময়মনসিংহ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সাদ্দাম হোসেন বলেন, কেওয়াটখালী সেতুটির নির্মাণকাজ সেপ্টেম্বর মাসেই শুরু হবে। বিদেশি ঋণে দেশি-বিদেশি প্রতিষ্ঠান সেতুটির কাজ করবে।

ময়মনসিংহ বিভাগ ঘোষণার পর নানা উন্নয়নকাজের পরিকল্পনা করা হয়। ওই সময় ব্রহ্মপুত্র নদের ওপর নতুন তিনটি সেতু নির্মাণের কথা জানায় বিভাগীয় প্রশাসন। তবে সাত বছর পার হলেও নতুন কোনো সেতু নির্মাণের কাজ শুরু হয়নি। এ ছাড়া প্রস্তাবিত ময়মনসিংহ নতুন শহরও এখনো বাস্তব রূপ পায়নি।

এ বিষয়ে জনউদ্যোগের আহ্বায়ক নজরুল ইসলাম বলেন, ‘বিভাগ হওয়ার পরও ময়মনসিংহে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। আগামী মাসে কেওয়াটাখালী সেতু নির্মাণের কাজ শুরু হলে, সেটি ময়মনসিংহবাসীর জন্য আনন্দের খবর।’