ফেনীর মুহুরী ও সিলোনিয়া নদীর বেড়িবাঁধে ফাটল, ধসে পড়ছে গ্রামীণ সড়ক

মুহুরী নদীর পানি বেড়ে যাওয়ায় ফেনীর ফুলগাজী বাজার প্লাবিত হয়েছে। আজ সন্ধ্যা সাতটায় তোলাছবি: সংগৃহীত।

ফেনীতে টানা চার দিনের ভারী বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের পানিতে মুহুরী-কহুয়া-সিলোনিয়া নদীতে পানি বেড়েছে। মুহুরী নদীর পানি বিপৎসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। আজ রোববার বিকেলে মুহুরী নদীর পানি ১২ দশমিক ১০ মিটারে প্রবাহিত হচ্ছিল। নদীর বিপৎসীমা ১৩ মিটার। টানা বর্ষণে বেড়িবাঁধের মাটি সরে গিয়ে মুহুরী ও সিলোনিয়া নদীর কিছু অংশে বেড়িবাঁধে ফাটল ধরেছে। ধসে পড়ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) গ্রামীণ সড়ক। বন্যার আতঙ্কে রয়েছেন নদীপাড়ের কয়েক হাজার বাসিন্দা।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, টানা ভারী বর্ষণে ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের দক্ষিণ বরইয়ায় মুহুরী নদীর বেড়িবাঁধ ও আনন্দপুর ইউনিয়নের খিলপাড়ায় সিলোনিয়া নদীর বেড়িবাঁধের একাংশে ফাটল দেখা দিয়েছে। এতে ঝুঁকিতে পড়েছে বাঁধসংলগ্ন দরবারপুর ইউনিয়নের দক্ষিণ বরইয়া, জগৎপুর এবং আনন্দপুর ইউনিয়নের খিলপাড়া, বন্দুয়া দৌলতপুর, হাসানপুরসহ দক্ষিণ আনন্দপুর এলাকার বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার বাসিন্দা।

ফেনীর ফুলগাজী উপজোলার আনন্দপুর ইউনিয়নের খিলপাড়া এলাকায় সিলোনিয়া নদীর বেড়িবাঁধের অংশে ফাটল দেখা দিয়েছে। আজ দুপুরে তোলা
ছবি: সংগৃহীত।

এদিকে মুহুরী, সিলোনিয়া ও কহুয়া নদীতে পানি বেড়ে যাওয়ায় আজ সন্ধ্যা ৭টার দিকে ফুলগাজী বাজারে পানি উঠতে শুরু করেছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। বৃষ্টি এভাবে চলতে থাকলে পানি আরও বাড়বে বলে আশঙ্কা করছেন বাজারের ব্যবসায়ীরা।

স্থানীয় বাসিন্দা শাহাব উদ্দিন জানান, মুহুরী ও সিলোনিয়া নদীর বেড়িবাঁধের দুটি অংশে ফাটল দেখা দিয়েছে। গতকাল শনিবার বিকেলে স্থানীয় বাসিন্দারা দরবারপুর ইউনিয়নের দক্ষিণ বরইয়ায় মুহুরী নদীর বেড়িবাঁধে ফাটল ও ধস দেখতে পান। আজ বিকেল পর্যন্ত সেটি আরও বড় আকার ধারণ করেছে।

বেড়িবাঁধে ফাটলের তথ্য পেয়ে আজ সকালে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে আসেন। পাউবো ফুলগাজী শাখার উপসহকারী প্রকৌশলী মো. ফাহাদ্দিস হোসাইন বলেন, আনন্দপুর ইউনিয়নের খিলপাড়া এলাকায় সিলোনিয়া বেড়িবাঁধের অংশে যে ফাটল দেখা দিয়েছে, তার মেরামত করতে হবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে (এলজিইডি)। কারণ, নদীর পাড়ের রক্ষাদেয়াল এবং সড়কটি এলজিইডির করা। এ ছাড়া দরবারপুর ইউনিয়নের দক্ষিণ বরইয়াসংলগ্ন মুহুরী নদীর বেড়িবাঁধের যে স্থানে ফাটল ধরেছে, সেটি নদীর পানি না কমলে মেরামত করা সম্ভব হবে না।

এলজিইডি ফুলগাজীর উপজেলা প্রকৌশলী সৈয়দ আসিফ মুহাম্মদ বলেন, ‘বৃষ্টি বন্ধ হলে সড়কটির সংস্কারকাজ করে দেওয়া হবে। তবে বাঁধটি যেহেতু পাউবোর, পাউবোকেই বাঁধটি মেরামত করতে হবে। তারা বাঁধ মেরামত করে দিলে আমরা সড়কটি সংস্কার করে দেব।’

পাউবো ফেনী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আকতার হোসেন মজুমদার জানান, নদীর বাঁধের যে যে স্থানে ফাটল ধরেছে, সেগুলোর বিষয় খোঁজখবর নেওয়া হচ্ছে। মুহুরী ও সিলোনিয়া নদীর বেড়িবাঁধে ফাটল ধরা অংশে প্রয়োজনীয় মেরামত করা হবে।

এদিকে ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (উচ্চমান পর্যবেক্ষক) মজিবুর রহমান বলেন, গতকাল সন্ধ্যা ৬টা থেকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলায় ৪১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।