নোয়াখালী-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন বাফুফে সহসভাপতি আতাউর

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় আওয়ামী লীগের মনোনয়ন চাওয়ার ঘোষণা দেন বাফুফে সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া। গতকাল রাতে সেনবাগ পৌরসভার নিজ বাড়িতে
ছবি: প্রথম আলো

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি আতাউর রহমান মানিক ভূঁইয়া। তিনি জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও তমা গ্রুপের চেয়ারম্যান।

গতকাল বৃহস্পতিবার রাতে সেনবাগ পৌরসভার উত্তর সাহাপুর এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি দলীয় মনোনয়ন চাওয়ার ঘোষণা দেন। এ সময় তাঁর অনুসারী আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে আতাউর রহমান উপজেলা সদর থেকে প্রায় ৩০০ মোটরসাইকেল ও বিভিন্ন গাড়ি নিয়ে একটি শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি উপজেলার কাবিলপুর, নবীপুর ও বীজবাগ ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

রাতে মতবিনিময় সভায় আওয়ামী লীগ নেতা ও বাফুফের সহসভাপতি আতাউর রহমান মানিক ভূঁইয়া বলেন, ‘আওয়ামী লীগের সময়টুকুতে দেশে উন্নয়ন তীব্র গতিতে এগিয়ে যাচ্ছে। আগামীতেও এ উন্নয়ন বহুগুণে বৃদ্ধি পাবে। আমি শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে অংশগ্রহণ করতে চাই। মানুষের পাশে থাকতে চাই। তাই আগামী সংসদ নির্বাচনে নৌকাকে জয়যুক্ত করতে আমি বদ্ধপরিকর। আমি বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নৌকার লোক, তাই নৌকার মনোনয়ন প্রত্যাশা করছি।’

আতাউর রহমান আরও বলেন, শেখ হাসিনার কাছে সব তথ্য আছে। কে কে যোগ্য, প্রধানমন্ত্রী তা ভালো করে জানেন। তিনি দীর্ঘদিন ধরে গরিবের সেবা করছেন। অসহায় মেয়েদের বিয়ের ব্যবস্থা করেছেন, বেকারদের ব্যবসার জন্য দোকানের ব্যবস্থা করেছেন। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এ কাজ অব্যাহত রাখতে চান আতাউর।

আতাউর রহমান ছাড়াও এ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আরও কয়েকজনের নাম শোনা যাচ্ছে। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বর্তমান সংসদ সদস্য মোরশেদ আলম, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ওরফে মানিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহম্মদ চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায়বিষয়ক উপকমিটির সদস্য এ কে এম জাকির হোসেন ওরফে জুয়েল।