রাজশাহীতে মাছ ধরা জালে পাওয়া গেল নিখোঁজ শ্রমিকের লাশ

লাশ
প্রতীকী ছবি

ভারী বৃষ্টিতে মাছ ভেসে যাওয়ার আশঙ্কায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কমলাপুর বিলের পুকুরের মাছ ঠেকানোর কাজ করছিলেন শ্রমিক মোকসেদ আলী (৫৫)। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢলের পানিতে তিনি ভেসে যান। গতকাল শুক্রবার রাতে মাছ ধরা জালে তাঁর লাশ উঠে আসে। আজ শনিবার সকালে পুলিশ বিল থেকে লাশটি উদ্ধার করেছে।

লাশ উদ্ধার হওয়া মোকসেদ আলীর বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা গ্রামে।

পুলিশের ভাষ্য, মালিকের পুকুর রক্ষার জন্য বৃহস্পতিবার ২৫ শ্রমিক দুর্গাপুর থেকে কমলাপুর বিলে গিয়েছিলেন। তাঁরা মালিকের অপেক্ষাকৃত নিচু পুকুরগুলো থেকে ওপরের পুকুরে মাছ তুলে আনছিলেন। এ সময় উপজেলার চারটি ইউনিয়নের বৃষ্টির পানি প্রবল বেগে কমলাপুর বিলে নামতে থাকে। পুকুরের মাছ ধরার কাজে নিয়োজিত ২৫ শ্রমিক স্রোতের তোড়ে ভেসে যান। স্থানীয় লোকজন বিষয়টি গোদাগাড়ী থানা-পুলিশকে জানান। পরে পুলিশ এসে স্থানীয় লোকজনের সহযোগিতায় ২৪ শ্রমিককে উদ্ধার করেন। নিখোঁজ ছিলেন মোকসেদ আলী। গতকাল সারা দিন মোকসেদ আলীর স্বজন তাঁর সন্ধানে মাঠে নেমেছিলেন।

মোকসেদ আলীর আত্মীয় মজিবুর রহমান গতকাল দিবাগত রাতে জানিয়েছিলেন, কমলপুর বিল থেকে পানি স্রোত বরোনই নদীতে গিয়ে পড়েছে। পানির স্রোত যেদিক দিয়ে গেছে তাঁরা সেই দিকে মোটরসাইকেল ও মাইক্রোবাস নিয়ে খোঁজাখুঁজি করেও মোকসেদ আলীর কোনো সন্ধান পাননি। আজ সকালে তিনি প্রথম আলোকে বলেন, কমলাপুর বিলে মোকসেদের লাশ পাওয়া গেছে।

কমলাপুর বিলে দুই থেকে আড়াই হাজার বিঘা জমির ওপর অসংখ্য পুকুর আছে। বুধ ও বৃহস্পতিবার ভারী বর্ষণে সব পুকুর তলিয়ে যায়। এতে মাছ সারা বিলে ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার রাত থেকে গতকাল সারা দিন হাজার হাজার মানুষ এই বিলে মাছ ধরতে নামেন। জাল দিয়ে সারা বিল ঘিরে ফেলেন। গতকাল সকালে গোদাগাড়ীর রাজাবাড়ি গ্রামের বাসিন্দা আবদুর রউফ বলেছিলেন, রাতে মাছ ধরার জালে মোকসেদ আলীর লাশ আটকা পড়ে। দূরে যাতে ভেসে যেতে না পারে, সে জন্য তাঁরা লাশ আটকে রেখেছিলেন। আজ সকালে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করেছে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, নিখোঁজ শ্রমিক মোকসেদ আলীর লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।