নানার বাড়িতে বেড়াতে গিয়ে ট্রাকচাপায় শিশু নিহত

প্রতীকী ছবি

ফেনীর সোনাগাজীতে মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে গিয়ে রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় পাঁচ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার দক্ষিণ চর চান্দিয়া ঈদগাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত শিশুর নাম মো.সোহায়েব হোসেন। সে উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের উত্তর চর চান্দিয়া এলাকার শাহাদাত হোসেনের ছেলে। শাহাদাত হোসেন বলেন, দুই দিন আগে মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল সোহায়েব।

শিশুটির বাবা আরও জানায়, গতকাল বিকেলে নানার বাড়ির সামনে অন্য শিশুদের সঙ্গে খেলার পর দৌড়ে রাস্তা পার হওয়ার সময় হঠাৎ একটি ট্রাক এসে সোহায়েবকে চাপা দেয়। এ সময় শরীর থেকে একটি পা প্রায় বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হয় সে। পরে অন্য শিশুদের চিৎকারের বাড়ির লোকজন এগিয়ে এসে উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে সোহায়েবকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান চিকিৎসক। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

গতকাল রাতেই জানাজা শেষে শিশুটির লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ওসি আরও জানান, এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি চেয়ে আবেদন করায় লাশটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আরও পড়ুন