নাশকতার আশঙ্কায় উত্তরা এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ ঘোষণা

ট্রেন চলাচলফাইল ছবি: প্রথম আলো

নাশকতার আশঙ্কায় বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের একটি লোকাল ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার সকালে রাজশাহী রেলওয়ে স্টেশনে ঘোষণা দেওয়া হয়েছে, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজশাহী-পার্বতীপুরের মধ্যে চলাচলকারী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি বন্ধ থাকবে।’

রেলওয়ে সূত্রে জানা গেছে, উত্তরা এক্সপ্রেস ট্রেনটি ভোর চারটায় পার্বতীপুর থেকে ছেড়ে এসে নাটোর ও আবদুলপুর জংশন হয়ে রাজশাহীতে আসে। দুপুর পৌনে ১২টায় আবার রাজশাহী থেকে পার্বতীপুরের উদ্দেশে ছেড়ে যায়। গতকাল বৃহস্পতিবার একইভাবে ট্রেনটি পৌনে ১২টায় রাজশাহী থেকে ছেড়ে গেছে। সকালে রাজশাহী রেলস্টেশনে যাত্রীদের উদ্দেশে ট্রেনটির চলাচল সম্পর্কে এই ঘোষণা দেওয়া হয়।

আরও পড়ুন

এ বিষয়ে কথা বলার জন্য বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।

তবে পশ্চিম রেলের উপপ্রধান বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, চারদিকে নাশকতার ঘটনা ঘটছে। সাধারণত এ ধরনের লোকাল ট্রেনগুলো কোনো কোনো স্টেশনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। দাঁড়ানো ট্রেনগুলোতেই নাশকতার ঘটনা বেশি ঘটছে। এগুলো মোকাবিলা করার মতো রেলওয়েতে প্রয়োজনীয় লোকবল নেই। তাই রাজশাহী-পার্বতীপুরের মধ্যে চলাচলকারী লোকাল ট্রেনটি আপাতত বন্ধ থাকছে।

নাসির উদ্দিন বলেন, আন্তনগর ট্রেনগুলোতেই যাত্রীরা অপেক্ষাকৃত বেশি নিরাপদে পৌঁছাতে পারছেন। এই চিন্তাভাবনা থেকেই লোকাল ট্রেন বন্ধ করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সব রুট থেকে একযোগে লোকাল ট্রেন প্রত্যাহার করা হচ্ছে না।

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর রাত সাড়ে ১১টায় পার্বতীপুরগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি জামালগঞ্জ রেলস্টেশন ছেড়ে যাওয়ার পর জয়পুরহাট রেলস্টশনে পৌঁছার আগে চলন্ত ট্রেনের একটি বগিতে আগুন দেওয়া হয়। এ সময় ট্রেনের ওই বগির কয়েকটি আসন পুড়ে যায়। জয়পুরহাট রেলস্টেশনে পৌঁছার পর ফায়ার সার্ভিস ও রেলস্টেশনের লোকজন আগুন নিভিয়ে ফেলেন।

আরও পড়ুন