ফটিকছড়িতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও সহকারী নিহত

ফটিকছড়িতে মুখোমুখি সংঘর্ষে ক্ষতিগ্রস্ত ট্রাক। আজ মঙ্গলবার সকালে নাজিরহাট নতুন রাস্তার মাথা এলাকায়সংগৃহীত

চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে একটি পাথরবাহী ট্রাকের সঙ্গে অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার ভোরে সড়কের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট হালদা সেতু এলাকার নয়াহাট রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একটি ট্রাকের চালক ও সহকারী মারা যান। নিহত ব্যক্তিরা যে ট্রাকে ছিলেন, সে ট্রাকে রাবার পরিবহন করা হচ্ছিল। নিহত চালক মো. রুবেল (২৬) ও সহকারী মো. আলমগীর (৩০) একে অপরের মামাতো–ফুফাতো ভাই। তাঁদের বাড়ি ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নের জিলতলী গ্রামে।

সকালে পুলিশ গাড়ি দুটি জব্দ করে নাজিরহাট হাইওয়ে থানায় নিয়ে গেছে। নিহত দুজনের লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। হাইওয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোরে কুয়াশার কারণে ট্রাক দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাবারবাহী ট্রাকের দুজন নিহত ও পাথরবাহী ট্রাকের একজন গুরুতর আহত হন। আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ফটিকছড়ি উপজেলার নাজিরহাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, ঘটনার পর স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার ও ট্রাক দুটি জব্দ করে হাইওয়ে পুলিশ। নিহত ব্যক্তিদের পরিবার থেকে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি চাওয়া হয়। আজ দুপুরে তাদের কাছে লাশ হস্তান্তর করা হবে।