২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

বিএনপির ৮১ জনের বিরুদ্ধে পুলিশের নাশকতা মামলা, গ্রেপ্তার ১১

সরিষাবাড়ী রেলস্টেশনে যমুনা এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তের দেওয়া আগুন নেভানোর কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। গত শনিবার গভীর রাতে
ছবি: প্রথম আলো

জামালপুরের সরিষাবাড়ী রেলস্টেশনে যমুনা আন্তনগর ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মামলাটিতে নাশকতার অভিযোগ আনা হয়েছে। এতে আসামি হিসেবে জেলা, উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ৪১ নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি আরও ৩০-৪০ জন।

আজ সোমবার দুপুরে রেলওয়ে সরিষাবাড়ী পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল কাদের বাদী হয়ে মামলাটি করেন। এ মামলায় গতকাল রোববার রাতে আটক কামরাবাদ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মুনছের আলীসহ বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

আরও পড়ুন

জামালপুর থানা, রেলওয়ে সরিষাবাড়ী পুলিশ ফাঁড়ি ও সরিষাবাড়ী থানা-পুলিশ জানায়, গত শনিবার রাতে সরিষাবাড়ী রেলস্টেশনে যমুনা আন্তনগর ট্রেনে অগ্নিসংযোগ করা হয়। এতে ট্রেনটির তিনটি বগি পুড়ে যায়। এ ঘটনায় পুলিশের করা মামলাটির সত্যতা নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান ও রেলওয়ে জামালপুর থানার ওসি গোলজার হোসেন।

মামলার তদন্ত কর্মকর্তা রেলওয়ে জামালপুর থানার উপপরিদর্শক (এসআই) তারা মিয়া বলেন, মামলার গ্রেপ্তার ১১ আসামিকে গতকাল বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বিএনপির নেতারা বলেছেন, বিএনপির জনস্রোত ঠেকাতে সরকার বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দিতে শুরু করেছে। মামলার প্রধান আসামি জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার বলেন, বিএনপির কোনো নেতা-কর্মী মাঠে যাতে দাঁড়াতে না পারেন, তাই নেতা-কর্মীদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মিথ্যা মামলা করেছে।