চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এক বাংলাদেশির মৃত্যু, লাশ নিয়ে গেছে বিএসএফ

সীমান্ত
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তের উনিশবিঘি এলাকার বিপরীতে কাঁটাতারের বেড়ার কাছে বাবলু হক (৪০) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফের গুলিতে ওই যুবক নিহত হতে পারেন বলে স্থানীয় লোকজন ধারণা করছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।

আজ বুধবার দুপুরের দিকে বিএসএফ ওই যুবকের লাশ নিয়ে যায়। নিহত বাবলু চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের বাবুপুর মধ্যপাড়া গ্রামের হোসেন আলীর ছেলে।

নিহত ব্যক্তির স্বজন ও পাকা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, আজ দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভারতের সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে পড়ে থাকা লাশের ছবি দেখে তাঁরা বাবলু হককে শনাক্ত করেন।

সীমান্ত এলাকার এক পাহারাদারের বরাত দিয়ে নজরুল ইসলাম বলেন, গতকাল রাত সাড়ে ৯টা থেকে ১০টার দিকে সীমান্তে গুলির শব্দ শোনা যায়। বাবলু জন্ম থেকেই মানসিক ভারসাম্যহীন। কোনোভাবে সীমান্ত অতিক্রম করার সময় বিএসএফের গুলিতে তিনি মারা যেতে পারেন। আজ বেলা আড়াইটার দিকে বিএসএফ তাঁর লাশ নিয়ে গেছে।

চকপাড়া সীমান্তের উনিশবিঘি এলাকাটি উপজেলার শাহবাজপুর ইউনিয়নে পড়েছে। শাহবাজপুর ও পাকা পাশাপাশি ইউনিয়ন। সীমান্ত এলাকার মানুষদের বরাত দিয়ে শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ইসমাইল হোসেন একই ধরনের কথা বলেন।

চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া প্রথম আলোকে বলেন, ভারতের ভেতরে কাঁটাতারের বেড়ার কাছে এক বাংলাদেশির লাশ বিএসএফ নিয়ে গেছে বলে জানতে পেরেছেন। বিএসএফের কাছে তাঁরা ওই ব্যক্তির পরিচয় জানতে চেয়েছেন। এখনো পাননি। এ বিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান করা হবে। তবে বিএসএফের গুলিতে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে কি না, সেটা তাঁরা এখনো নিশ্চিত হতে পারেননি।