সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদের বিরুদ্ধে নাটোরে অস্ত্র মামলা
সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তিবিষয়ক (আইসিটি) প্রতিমন্ত্রী ও নাটোর-৩ (সিংড়া) আসনের সাবেক সংসদ সদস্য জুনাইদ আহ্মেদ পলকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। গতকাল বুধবার রাতে নাটোরের সিংড়া থানায় মামলাটি দায়ের করেন সিংড়া থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক আজ বৃহস্পতিবার সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহারে বলা হয়, বর্তমান অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত প্রদান করা সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে। একই সঙ্গে লাইসেন্স করা অস্ত্রগুলো সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়। কিন্তু বেঁধে দেওয়া সময়ের পরও জুনাইদ আহ্মেদ তাঁর হেফাজতে থাকা একটি পিস্তল ও একটি শটগান থানায় জমা দেননি। সরকারের নির্দেশনা অমান্য করে আগ্নেয়াস্ত্র নিজ হেফাজতে রাখার অভিযোগে তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়।
সিংড়া থানার ওসি আসমাউল হক জানান, জুনাইদ আহ্মেদ নাটোর জেলা থেকে একটি পিস্তল ও একটি শটগানের লাইসেন্স নিয়েছিলেন। সরকারের নির্দেশনা অনুসারে, অস্ত্র দুটি নির্ধারিত সময়ের মধ্যে তাঁর নিজ এলাকা সিংড়া থানায় জমা দিতে বাধ্য ছিলেন, কিন্তু তিনি তা করেননি। এ কারণে অস্ত্র দুটি আইনত অবৈধ হিসেবে গণ্য হয়েছে। বিধায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। মামলাটি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
জুনাইদ আহ্মেদ গত আগস্টে পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে বর্তমানে ঢাকার কেন্দ্রীয় কারাগারে আছেন। তাঁর বিরুদ্ধে ছাত্র-জনতার অভ্যুত্থানে হত্যা ও বিস্ফোরক দ্রব্য ব্যবহারের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে অন্তত সাতটি মামলা হয়েছে।