চট্টগ্রামে কালুরঘাট সেতুতে পণ্যবাহী নৌযানের ধাক্কা

চট্টগ্রামের কালুরঘাট সেতুর সঙ্গে একটি পণ্যবাহী নৌযানের ধাক্কা লেগেছে। আজ দুপুর ১২টায় সেতুর নগর প্রান্তেছবি: সংগৃহীত

চট্টগ্রামের কালুরঘাট সেতুর সঙ্গে একটি পণ্যবাহী  নৌযানের (লাইটার জাহাজ) ধাক্কা লেগেছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে সেতুর নগর প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। এতে সেতুর নিচের দিকে থাকা গার্ডার বেঁকে গেছে বলে জানা গেছে। অন্যদিকে রেলওয়ে বলছে, সেতুতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।  

জানা গেছে, রেলওয়ের প্রকৌশল বিভাগের তথ্য অনুযায়ী, ১৯৩১ সালে কালুরঘাট রেলসেতু নির্মিত হয়। ১৯৬২ সালে সেতু দিয়ে যান চলাচল শুরু হয়। গত ১ আগস্ট সেতুটির বড় ধরনের সংস্কারকাজ শুরু হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড এই সংস্কারকাজ করছে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, দুপুরের দিকে মেসার্স রোকোনুর মেরিটাইম লিমিটেডের একটি পণ্য পরিবাহী নৌযান সেতুতে ধাক্কা দেয়। ম্যাক্সের প্রকল্প ব্যবস্থাপক মেহেদি হাসান প্রথম আলোকে বলেন, সেতুতে ওয়াকওয়ের কাজ চলছে। সেখানে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। সেতুর নিচের দিকে থাকা গার্ডারগুলো বেঁকে গেছে ধাক্কার ফলে।

এদিকে ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছেছেন বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা। ঘটনাস্থল থেকে রেলওয়ের পূর্বাঞ্চলের সেতু প্রকৌশলী জিশান দত্ত বলেন, ‘ধাক্কায় ঘটনায় মেজর (বড়) কোনো ক্ষতি হয়নি। আমরা ঘটনাস্থলে আছি। পরিদর্শনের পর বিস্তারিত বলা যাবে।’

এদিকে সেতুতে ধাক্কা লাগায় রেল চলাচলের বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। চট্টগ্রামের ষোলশহর স্টেশনের স্টেশনমাস্টার জয়নাল আবেদীন বলেন, কালুরঘাট সেতুতে জাহাজের ধাক্কা লেগেছে। তবে এখন পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

বর্তমানে কালুরঘাট সেতু দিয়ে চট্টগ্রাম-কক্সবাজার রুটে তিন জোড়া ট্রেন চলাচল করছে। ট্রেনগুলো হলো কক্সবাজার এক্সপ্রেস, পর্যটক এক্সপ্রেস ও চট্টগ্রাম-কক্সবাজার স্পেশাল ট্রেন।