মিরসরাইয়ে পিকআপচালক খুন

নিহত তৌহিদুল ইসলামছবি সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে খান সিটি সেন্টারের পেছনে রেললাইনের ওপর থেকে এক পিকআপচালকের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম তৌহিদুল ইসলাম (৩০)। আজ বৃহস্পতিবার সকালে খবর পেয়ে লাশ উদ্ধার করেন উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ইউপি সদস্য মিজানুর রহমান ও নিহতের পরিবারের সদস্যরা। পরে পুলিশে খবর দেওয়া হয়। গতকাল বুধবার রাতের কোনো একসময় তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তৌহিদের লাশ উদ্ধারের পর স্বজনদের আহাজারি। আজ দুপুরে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের দক্ষিণ আজমনগর এলাকায়
ছবি: সংগৃহীত

তৌহিদুল ইসলাম উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের দক্ষিণ আজমনগর এলাকার বাসিন্দা। পরিবারের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ সূত্র জানায়, গতকাল রাতে একই এলাকায় স্বজনের গায়েহলুদের অনুষ্ঠানে অংশ নিতে বাড়ি থেকে বের হন তৌহিদুল। সকালে উপজেলার বারইয়ারহাট পৌর বাজারের উত্তর পাশে খান সিটি সেন্টারের পেছনে রেললাইনের ওপর তাঁর লাশ পড়ে থাকতে দেখে এক শিশু।

দুর্ঘটনাস্থল পরিদর্শন করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা
ছবি: সংগৃহীত

খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবারের লোকজন গিয়ে লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে আসে যাতে লাশ রেলে কাটা না পড়ে।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি আমরা। মরদেহে বেশ কিছু ক্ষতচিহ্ন ছিল। প্রাথমিকভাবে ঘটনাটি খুন বলেই মনে হচ্ছে। তদন্ত করে প্রকৃত সত্য উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।’