পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে সোহানা (৮) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বলরামপুর ইউনিয়নের উত্তর বলরামপুর এলাকায় একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করা হয়।

শিশু সোহানা দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গোপালগঞ্জ এলাকার ইটভাটার শ্রমিক রাজু ইসলামের মেয়ে। শিশুটি মৃগীরোগে আক্রান্ত এবং বুদ্ধিপ্রতিবন্ধী ছিল বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে বলরামপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আমিনুল ইসলাম বলেন, সোহানা তাঁর বাবা-মায়ের সঙ্গে গত মঙ্গলবার বলরামপুর এলাকায় বাবার বন্ধু আবু বক্কর সিদ্দিকের বাড়িতে বেড়াতে আসে। গতকাল দুপুরে সোহানা বাড়ির বাইরে খেলতে যায়। এর পর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যা পর্যন্ত তার কোনো খোঁজ না পেয়ে পরে এলাকায় মাইকিং করা হয়। পরে আজ সকালে আবু বক্কর সিদ্দিকের স্ত্রী বাড়ির বাইরে গরু বাঁধতে গেলে পুকুরে সোহানাকে ভাসতে দেখেন।

এ সময় আবু বক্কর সিদ্দিকের স্ত্রীর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে শিশুকে মৃত অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে। খবর পেয়ে আটোয়ারী থানা–পুলিশ ঘটনাস্থলে এসে শিশুটির লাশের প্রাথমিক সুরতহাল করে।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, নিহত শিশুর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।