জয়পুরহাটে ২০০ গজ দূরত্বে আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ

জয়পুরহাটে শনিবার বেলা সাড়ে ১১টায় আওয়ামী লীগ শান্তির সমাবেশ আর বিএনপি ১০ দফা দাবিতে জনসমাবেশ করেছে
ছবি: প্রথম আলো

জয়পুরহাট শহরের রেলগেটসংলগ্ন পশ্চিম পাশে জেলা বিএনপির দলীয় কার্যালয় আর রেললাইনের পূর্ব পাশে কেন্দ্রীয় মসজিদ মার্কেট। দুটো জায়গার দূরত্ব প্রায় ২০০ গজ। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় একই সময় কেন্দ্রীয় মসজিদ মার্কেটের সামনে আওয়ামী লীগ শান্তির সমাবেশ আর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ১০ দফা দাবিতে জনসমাবেশ করেছে।

একই সময় এত কাছাকাছি আওয়ামী লীগ-বিএনপির দুটি সমাবেশকে ঘিরে স্থানীয় লোকজনের মধ্যে কিছুটা আতঙ্ক কাজ করছিল। তবে শেষ পর্যন্ত দুটি সমাবেশই শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।

জয়পুরহাট শহরের জিরো পয়েন্ট কেন্দ্রীয় মসজিদ মার্কেটের সামনে জেলা আওয়ামী লীগ শান্তি সমাবেশ করে
ছবি: প্রথম আলো

শহরের জিরো পয়েন্ট কেন্দ্রীয় মসজিদ মার্কেটের সামনে জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান। এতে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, সহসভাপতি নৃপেন্দ্রনাথ মণ্ডল, সাধারণ সম্পাদক জাকির হোসেন মণ্ডল, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাম্মীম আজিজ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান, জেলা কৃষক লীগের সভাপতি ফিরোজা চৌধুরী, জেলা শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।

শান্তি সমাবেশে আরিফুর রহমান বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে।  সেই তুলনায় বিশ্বের অনেক দেশের চেয়ে বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম সহনীয় পর্যায়ে রয়েছে। এটা আমেরিকার সহ্য হচ্ছে না।

জয়পুরহাট জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত জনসমাবেশে বক্তব্যে দিচ্ছেন দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ফয়সাল আলীম
ছবি: প্রথম আলো

খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির একটি পক্ষ এ জনসমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সভাপতি মমতাজ উদ্দীন মণ্ডল। বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলীম, জয়পুরহাট-২ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল ওহাব, জেলা বিএনপির সদস্য আনোয়ারুল হক।

ফয়সাল আলীম বলেন, এ সরকার মধ্যরাতে ভোট করে ক্ষমতায় এসে বিএনপির নেতা–কর্মীদের ওপর জুলুম-নির্যাতন চালাচ্ছে। দলীয় নেতা-কর্মীদের মিথ্যা ও গায়েবি মামলা দিয়ে জেলে পুড়ছে। এ দেশের মাটিতে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। জেলা বিএনপির আরেকটি পক্ষ আজ বিকেলে সমাবেশ করবে। ওই সমাবেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে।

জয়পুরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম সারওয়ার বলেন, একই সময়ে খুব কম দূরত্বে আওয়ামী লীগ-বিএনপি দলীয় কর্মসূচি পালন করেছে। দুটি সমাবেশস্থলের দূরত্ব প্রায় ২০০ গজ। এই দুটি কর্মসূচিকে ঘিরে মৃদু উত্তেজনার ভাব থাকলেও দুটি সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।