পুলিশের চোখ ফাঁকি দিয়ে নোয়াখালীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

নোয়াখালীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল। শনিবার সকালে জেলা শহরের পৌর বাজার এলাকায়
ছবি: সংগৃহীত

পুলিশের চোখ ফাঁকি দিয়ে নোয়াখালী জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে শহরের পৌর বাজার এলাকায় এই বিক্ষোভ সমাবেশ করা হয়। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

দলীয় সূত্রে জানা গেছে, সরকারের সীমাহীন দুর্নীতি, অব্যবস্থাপনা ও অপরিণামদর্শী সিদ্ধান্তের ফলে বিদ্যুৎ খাতে মহাবিপর্যয় নেমে এসেছে অভিযোগ করে ওই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জামায়াতে ইসলামী। সকাল সোয়া সাতটার দিকে জেলা শহরের ফকিরপুর জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক অতিক্রম করে পৌর বাজারে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে পৌর বাজারে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন শহর জামায়াতে ইসলামীর সহসাধারণ সম্পাদক শেখ সাহাব উদ্দিন ও রাশেদ বিল্লাহ আলমগীর এবং শহর জামায়াতে ইসলামীর নেতা ও জেলা বারের জ্যেষ্ঠ আইনজীবী মো. তাজুল ইসলাম প্রমুখ।

সমাবেশে জামায়াত নেতারা দুর্নীতির দায়ে সরকারের এখনই পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেন। অন্যথায় ভবিষ্যতে দেশের অর্থনৈতিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে বলে উল্লেখ করা হয়। বিক্ষোভ সমাবেশে জামায়াতের শতাধিক নেতা–কর্মী অংশ নেন।

পুলিশের চোখ ফাঁকি দিয়ে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ করার বিষয়টি স্বীকার করেছেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, তিনি জামায়াতের মিছিলের একটি ছবি পেয়েছেন। তারা (জামায়াত) যখন মিছিল করেছে, তখন পুলিশের সব সদস্য ডিউটিতে যাননি।