বাড়ির পাশের পুকুরে গোসলে নেমে ডুবে গেল দুই মাদ্রাসাছাত্রী

পানিতে ডুবে শিশুমৃত্যু
প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পুকুরে গোসল করতে নেমে দুই মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার কুমারভোগ গ্রামে এ ঘটনা ঘটে।

এই দুজন হলো চাঁদনী আক্তার (১০) ও মরিয়ম আক্তার (১১)। কুমারভোগ গ্রামের শাহ আলম মৃধার মেয়ে চাঁদনী। আর মরিয়ম একই গ্রামের জাহিদ শিকদারের মেয়ে। তারা দুজন স্থানীয় মৌছা আমেনা হাকিম দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে ৯টার দিকে মাদ্রাসায় যায় চাঁদনী ও মরিয়ম। ক্লাস শেষ করে বিকেল পাঁচটার দিকে বাড়ি ফেরে। সন্ধ্যা ছয়টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে গোসলে নামে তারা। গোসল করতে গিয়ে বাসায় ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাদের খোঁজে পুকুরপাড়ে যান। সেখানে চাঁদনীর লাশ পানিতে ভাসতে দেখা যায়। এর কিছুক্ষণ পর মরিয়মের লাশও পাওয়া যায় পুকুরে।

মরিয়মের মা সুমি বেগম বলেন, গতকাল বিকেলে মাদ্রাসা থেকে আসার পর মরিয়ম ভাত খেয়েছে। কিছুক্ষণ পর গোসল করবে বলে জানায়। তিনি ভেবেছিলেন বাড়িতে গোসলখানায় গোসল করবে। সে সময় চাঁদনীও তাঁদের বাসায় আসে। সন্ধ্যার আগে ছোট ছেলেকে প্রাইভেট শিক্ষকের কাছে পড়াতে নিয়ে যান তিনি। পরে বাড়িতে ফিরে দেখেন মরিয়ম নেই। প্রায় আধা ঘণ্টা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তাদের পাওয়া যায়নি। পরে সন্ধ্যা সাতটার দিকে তাঁরা পুকুরে চাঁদনীর লাশ ভাসতে দেখেন। পুকুরে খোঁজাখুঁজি করে মরিয়মের লাশও পাওয়া যায়।

মৌছা আমেনা হাকিম দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. মোস্তফা কামাল বলেন, মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী চাঁদনী ও মরিয়ম। তাদের মৃত্যুতে সবাই শোকাহত।

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসাইন বলেন, পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যুর খবর প্রাথমিকভাবে তাঁরা জেনেছেন। তবে এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি।