ব্যাংক থেকে উত্তোলনের পর ছিনিয়ে নেওয়া হলো সাবেক ইউপি সদস্যের ৯ লাখ টাকা

টাকা ছিনতাই
প্রতীকী ছবি

নরসিংদীতে ইসলামী ব্যাংকের শাখা থেকে ৯ লাখ টাকা উত্তোলনের পর টাকাভর্তি ব্যাগ গ্রাহকের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার বেলা একটার দিকে নরসিংদী শহরের বাজার এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ভুক্তভোগী গ্রাহকের নাম জালাল উদ্দিন মৌলভী ওরফে আলালউদ্দিন (৬২)। তিনি নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল আলোকবালী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। তাঁর ছেলে আশরাফুল ইসলাম আলোকবালীতে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা চালান। আজ দুপুরে আরেক ছেলে নাহিয়ানকে (১২) সঙ্গে নিয়ে তিনি ইসলামী ব্যাংকের বাজার শাখা থেকে টাকা উত্তোলন করতে এসেছিলেন।

জালাল উদ্দিন বলেন, ছেলেকে সঙ্গে নিয়ে ইসলামী ব্যাংক বাজার শাখা থেকে ৯ লাখ টাকা উত্তোলন করেন। পরে ওই টাকা একটি ব্যাগে নিয়ে বাজারে তাঁর বন্ধু আবদুল হাসিমের দোকানে যান। সেখানে যাওয়ার পর ছেলের হাতে টাকার ব্যাগ দিয়ে প্রয়োজনীয় মালামাল কেনাকাটা করছিলেন। এ সময় এক ব্যক্তি ওই টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যান।

জালাল উদ্দিন দাবি করেন, ওই ছিনতাইকারীর সঙ্গে আরও কয়েকজন ছিলেন। তিনি বলেন, ‘ব্যাংক থেকে টাকা তোলার সময় থেকেই একটি চক্র আমাদের পিছু নিয়েছিল বলে ধারণা করছি। তাঁরা সুযোগ বুঝে টাকার ব্যাগ ছিনতাই করে পালিয়ে গেছেন। এর আগেও আমার এলাকার কয়েকজনের সঙ্গে এমন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।’

ভুক্তভোগীর ছেলে আশরাফুল ইসলাম বলেন, টাকাগুলো পারিবারিকভাবেই ইসলামী ব্যাংকের বাজার শাখায় আমানত হিসেবে রাখা হয়েছিল। পরিবারের প্রয়োজনেই আজ টাকাগুলো উত্তোলন করা হয়েছিল। ঘটনার পর বিষয়টি নরসিংদী মডেল থানায় জানানো হয়েছে।

জানতে চাইলে নরসিংদী মডেল থানার উপপরিদর্শক অভিজিৎ চৌধুরী বলেন, টাকা ছিনতাইয়ের খবর পেয়ে ঘটনাস্থলে এসে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। ফুটেজে দেখা গেছে, ১২ বছর বয়সী একটি ছেলে চেয়ারে বসেছিল। পাশেই টাকার ব্যাগটি ছিল। একপর্যায়ে আরেক ব্যক্তি ব্যাগটি নিয়ে চলে যান। ঘটনাটি ঠিক ছিনতাই বলা যাচ্ছে না, চুরি বলা যেতে পারে। টাকার ব্যাগ উদ্ধারে পুলিশের চেষ্টা চলছে।