মানিকগঞ্জে ভাষাশহীদ রফিকের নামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি

ভাষাশহীদ রফিক উদ্দিন আহমদের নামে মানিকগঞ্জে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে
ছবি: প্রথম আলো

ভাষাশহীদ রফিক উদ্দিন আহমদের নামে মানিকগঞ্জে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়েছে বাংলাদেশ সুষম ফোরাম  নামের একটি অরাজনৈতিক সংগঠন। আজ শনিবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তারা এ দাবি জানিয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন সংগঠনের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম। এতে বলা হয়, ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ভাষাশহীদ রফিকউদ্দিন আহমদ, আবদুল জব্বার, আবদুস সালাম, আবুল বরকত, শফিউর রহমান নিজেদের বুকের তাজা রক্ত দিয়ে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করেন। প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বাংলা ভাষায় পড়ানো হয়। দেশে ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। অথচ একটি বিশ্ববিদ্যালয়ও কোনো ভাষাশহীদের নামে নামকরণ করা হয়নি। এটি জাতির জন্য লজ্জা ও ভাষাশহীদদের প্রতি অবমাননা। তাই ভাষা আন্দোলনে প্রথম শহীদ রফিকের নামে মানিকগঞ্জে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এখন সময়ের দাবি।

রফিকুল আরও বলেন, ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিকউদ্দিন আহমদের বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায়। এ কারণে মানিকগঞ্জে তাঁর নামে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের দাবি জানিয়ে আসছে সুষম ফোরাম।

সংবাদ সম্মেলনে ঢাকা শহরকে বাঁচাতে শিল্পকারখানা বিকেন্দ্রীকরণ করার দাবিও তোলা হয়। রফিকুল ইসলাম বলেন, দেশের ৬৪ জেলাতেই শিল্পকারখানা স্থাপন করে মানুষের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। এতে কর্মের জন্য মানুষের ঢাকাগামী হওয়া সহনীয় মাত্রায় কমিয়ে আনা সম্ভব।

সংবাদ সম্মেলনে সুষম উন্নয়ন ফোরামের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক মো. আজহারুল ইসলাম, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মো. মেহেদী হাসান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. সাকিবুল ইসলাম, সদস্য নূরে আফছা ঝুমা, রুবেল হোসেন, হরিরামপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাসার সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।

সংগঠন সূত্রে জানা গেছে, ২০২২ সালে ২৯ অক্টোবর অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ সুষম উন্নয়ন ফোরাম গঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনের সদস্যরা বৃক্ষরোপণ, ঢাকায় যানজট নিরসনে বিভিন্ন কর্মসূচি পালন করছে। গত বছরের ১ ফেব্রুয়ারি ঢাকায় জাতীয় শহীদ মিনারের পাদদেশে মানিকগঞ্জে ভাষাশহীদ রফিকের নামে পাবলিক বিশ্ববিদ্যালয় এবং ঢাকাকেন্দ্রিক শিল্পকারখানা বিকেন্দ্রীকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনটি।