হবিগঞ্জে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূসহ দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার শুটকি নদীর বাঁকে হবিগঞ্জ-বানিয়াচং সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

নিহত ব্যক্তিরা হলেন জেলার আজমিরীগঞ্জ উপজেলার রসুলগঞ্জ গ্রামের মজনু মিয়া (৪০) ও একই গ্রামের আবদুল আউয়ালের স্ত্রী নূরজাহান বেগম (৫০)। তাঁরা দুজনই অটোরিকশার যাত্রী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সন্ধ্যায় যাত্রীবাহী অটোরিকশাটি আজমিরীগঞ্জ উপজেলা থেকে হবিগঞ্জ জেলা শহরের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি বানিয়াচং-হবিগঞ্জ সড়কের শুটকি নদীর বাঁকে আসার পরপরই বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং যাত্রীরা আহত হন। তাঁদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মজনু মিয়া ও নূরজাহান বেগমকে মৃত ঘোষণা করেন। আহত অন্য যাত্রীরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব প্রথম আলোকে বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করেছে পুলিশ। নিহত ব্যক্তিদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।