আওয়ামী লীগের লোগো

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে।

রোববার ঢাকার ধানমন্ডিতে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ ফরম বিক্রি শুরু হয়। প্রথম দিন তিনটি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, প্রথম দিন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক উপকমিটির সদস্য মাহমুদ হাসান, ডেপুটি স্পিকার মরহুম ফজলে রাব্বীর মেয়ে ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী এবং ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি জি এম সেলিম পারভেজ মনোনয়ন ফরম কিনেছেন।

এর আগে গত বুধবার কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মনোনয়ন ফরম বিক্রির ঘোষণা দেয় দলটি। ৮ সেপ্টেম্বরের মধ্যে ফরম জমা দিতে হবে। এরপর মনোনয়ন চূড়ান্ত করবে আওয়ামী লীগ।

মনোনয়ন ফরম সংগ্রহ করা মাহমুদ হাসান প্রথম আলোকে বলেন, দল তাঁকে মূল্যায়ন করবে বলে আশা করেন। মনোনয়ন পেলে তিনি আসনটি পুনরুদ্ধার করতে পারবেন। আর সেলিম পারভেজ বলেন, দলের সভাপতি যাঁকে যোগ্য ও ত্যাগী মনে করবেন, তাঁকেই মনোনয়ন দেবেন এবং তিনি সেটা মেনে নেবেন।

গাইবান্ধা-৫ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী ২৩ জুলাই যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ১২ অক্টোবর এ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।