খুলনায় পুষ্টি-প্রথম আলো আঞ্চলিক স্কুল বিতর্ক উৎসব চলছে

বিতর্ক উৎসবে কুইজ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন শিক্ষার্থীরা। আজ শুক্রবার সকালে খুলনা পাবলিক কলেজে
ছবি: প্রথম আলো

‘যোগ দাও যুক্তির মেলায়’ স্লোগান সামনে রেখে খুলনায় শুরু হয়েছে প্রথম আলো-পুষ্টি আঞ্চলিক বিতর্ক উৎসব। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় খুলনা পাবলিক কলেজ মিলনায়তনে এই উৎসবের উদ্বোধন করেন খুলনার বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদির।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা পাবলিক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাসরিনা বেগম। মাদকের কুফল নিয়ে আলোচনা করেন খুলনা সরকারি ব্রজলাল কলেজের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মঞ্জুর আলম তরফদার। শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর খুলনার নিজস্ব প্রতিবেদক শেখ আল-এহসান।

বিতর্ক প্রতিযোগিতার প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা। আজ শুক্রবার সকালে খুলনা পাবলিক কলেজে
ছবি: প্রথম আলো

উদ্বোধনী অনুষ্ঠানে আনোয়ারুল কাদির বলেন, তর্ক হবে যুক্তি দিয়ে। মানুষের মধ্যে যদি চিন্তা না থাকে, যুক্তি না থাকে, তাহলে সে পরিশীলিত থাকে না। একটি পশু ও মানুষের মধ্যে যে পার্থক্য, তা হলো পশু পরিবর্তন করতে পারে না, মানুষ পরিবর্তন করতে পারে। মানুষ পরিকল্পনা করতে পারে এবং বাস্তবায়ন করতে পারে। মানুষ চিন্তা করলে চিন্তার মধ্য দিয়ে প্রশ্ন ও যুক্তি বেরিয়ে আসে। মানুষ যে একটি বিষয়কে আরেকটি জায়গায় নিয়ে যায়, এ জন্যই মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব বলা হয়। এমন অনুষ্ঠান আয়োজনের জন্য তিনি প্রথম আলোকে আন্তরিক ধন্যবাদ জানান।

তাসরিনা বেগম বলেন, বিতর্ক হলো পরিশীলিত ঝগড়া। এই ঝগড়া মানুষকে বিকশিত করে, মেধা ও মননকে প্রস্ফুটিত করে। আজকের খুলনা আঞ্চলিক উৎসবে যেসব বিতার্কিক অংশ নিয়েছে, তাদের গণ্ডি জাতীয় থেকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছাবে, এমনটি প্রত্যাশা করেন তিনি।

মঞ্জুর আলম তরফদার বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। সাধারণত কিশোর বয়স থেকে বিভিন্ন প্ররোচনায় পড়ে মানুষ মাদকে আসক্ত হয়। এতে ওই কিশোর যেমন শারীরিক, মানসিকসহ বিভিন্ন ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়, তেমনি ক্ষতির মুখে পড়েন তার অভিভাবকেরা। এর কারণে তিনি সবাইকে মাদক থেকে দূরে থাকার পরামর্শ দেন।

দিনব্যাপী আয়োজিত এই বিতর্ক উৎসবে খুলনা ও সাতক্ষীরা জেলার স্কুল পর্যায়ের ১০টি বিতার্কিক দল অংশগ্রহণ করছে। কর্মশালা, কুইজসহ বিভিন্ন মনোমুগ্ধকর আয়োজনের মধ্য দিয়ে উৎসবটি অনুষ্ঠিত হচ্ছে।