ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মুক্তির দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিমের (মিন্টু) মুক্তির দাবিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধন। বৃহস্পতিবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে
ছবি: প্রথম আলো

সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় গ্রেপ্তার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিমের (মিন্টু) মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন সংস্কৃতিকর্মীরা। আজ বৃহস্পতিবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে তাঁরা এই কর্মসূচি পালন করেন।

আরও পড়ুন

সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে কর্মসূচিতে অংশ নেন ঝংকার নাট্যগোষ্ঠী, গণশিল্পী সংস্থা, কেসি কলেজ থিয়েটার, অরণী সাংস্কৃতিক সংসদ, নবগঙ্গা সাংস্কৃতিক জোট, বিহঙ্গ সাংস্কৃতিক চর্চা কেন্দ্র, অংকুর নাট্য একাডেমি, অনিকেত যাত্রাপালা শিল্পীগোষ্ঠী, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান যুব সংঘ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, লালন গবেষণা কেন্দ্র, জাগরণ সাংস্কৃতিক গোষ্ঠী, স্বরলিপি সাংস্কৃতিক গোষ্ঠী, পিয়াল বন্ধন শিল্পীগোষ্ঠী, জেলা নাট্য সমন্বয় পরিষদ, সুরের ভুবন, মানবাধিকার নাট্য পরিষদসহ জেলার ২২টি সাংস্কৃতিক সংগঠন। ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে সাংস্কৃতিক কর্মীর পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিত্বসহ নানা শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।

আরও পড়ুন

এ সময় বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি শান্ত জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক বাবলুর রহমান, গণশিল্পী সংস্থার আবদুস সালাম, অংকুর নাট্য একাডেমির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, বিহঙ্গ সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক শাহীনুর আলম প্রমুখ। কর্মসূচিতে ঝিনাইদহ চেম্বার অব কমার্স ও জেলা দোকান মালিক সমিতি একাত্মতা ঘোষণা করে।

আরও পড়ুন

বক্তারা বলেন, সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় সাইদুল করিম মিন্টুকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আনার হত্যার মোটিভ ভিন্ন দিকে ঘোরানোর জন্য তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। সাইদুল করিম ঝিনাইদহ আওয়ামী লীগের সব সময়ের কান্ডারি। তাঁকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে একটি মহল চক্রান্ত করছে। বক্তারা মিন্টুকে ফাঁসানো হচ্ছে অভিযোগ করে তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানান।

আরও পড়ুন