ফেসবুকে ডজনখানেক ভুয়া আইডি, থানায় জিডি করলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান

কাজী মোজাম্মেল হকছবি-সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কাজী মোজাম্মেল হকের নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ডজনখানেক ভুয়া আইডি ও পেজ খোলা হয়েছে। এসব আইডি ও পেজ থেকে নিয়মিত বিভিন্ন বিষয়ে পোস্ট করা হচ্ছে। বিষয়টি নিয়ে আজ বুধবার আনোয়ারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন কাজী মোজাম্মেল হক।

সাধারণ ডায়েরিতে কাজী মোজাম্মেল হক উল্লেখ করেন, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর তাঁর ছবি ও নাম ব্যবহার করে এসব ফেসবুক আইডি ও পেজ খোলা হয়। বাস্তবে এসব আইডি ও পেজ তাঁর নয়। তাঁর নামে খোলা ভুয়া ফেসবুক আইডি ও পেজের মাধ্যমে যেকোনো সময় বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়তে পারে। এতে সাধারণ মানুষ ও নিজের কর্মী-সমর্থকদের মধ্যে ভুল-বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। জিডিতে ভুয়া আইডি ও পেজের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানানো হয়।

থানায় জিডি করার বিষয়টি আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমেদ নিশ্চিত করেছেন। তিনি বলেন, উপজেলা চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক জানিয়েছেন, তাঁর কোনো ফেসবুক আইডি নেই। এরপরও কেউ যাতে এসব আইডির কারণে বিভ্রান্ত না হয়, সে লক্ষ্যে তিনি জিডি করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গত ২৯ মে অনুষ্ঠিত আনোয়ারা উপজেলা পরিষদ নির্বাচনে কাজী মোজাম্মেল হক নির্বাচিত হন। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদে ছিলেন।