কাভার্ড ভ্যানের চাপায় ভাই-বোনের মৃত্যু

সড়ক দুর্ঘটনাপ্রতীকী ছবি

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় কাভার্ড ভ্যানের চাপায় ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বগাদিয়া উত্তর ব্রিজসংলগ্ন মদিনা মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুজন ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন।

নিহত ভাই–বোন হলেন মো. ইয়াছিন (১৭) ও বিউটি আক্তার (২৪)। তাঁরা উপজেলার বজরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বগাদিয়া গ্রামের বশির উল্যার নতুন বাড়ির বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, বিউটি আক্তার অন্তঃসত্ত্বা ছিলেন। সকালে ছোট ভাইকে নিয়ে সোনাইমুড়ী বাজারে চিকিৎসকের কাছে গিয়েছিলেন তিনি। চিকিৎসক দেখিয়ে দুপুরে ব্যাটারিচালিত অটোরিকশায় ভাই-বোন বাড়ির উদ্দেশে রওনা দেন। অটোরিকশাটি নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বগাদিয়া উত্তর ব্রিজসংলগ্ন এলাকায় পৌঁছালে একটি কাভার্ড ভ্যান অটোরিকশাটি চাপা দেয়। আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে হাসপাতালের চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, সড়কের এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার সময় অটোরিকশাটিকে কাভার্ড ভ্যানটি চাপা দেয়। এ সময় দুই যাত্রীর মৃত্যু ও চালক আহত হয়েছেন। কাভার্ড ভ্যানটি কুমিল্লা থেকে নোয়াখালীর বেগমগঞ্জে যাচ্ছিল। তিনি আরও বলেন, দুর্ঘটনার পর দুই যানবাহনের চালক পালিয়ে গেছেন। দুটি যানবাহন জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।