রাজাপুরে মসজিদে মাইকিং, ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত

ঝালকাঠি জেলার মানচিত্র

ঝালকাঠির রাজাপুর উপজেলায় ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত কেটেছে সাধারণ মানুষের। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার ৬টি ইউনিয়নে রাত ১১টা থেকে একযোগে মসজিদে মসজিদে মাইকিং করা হয়। এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকার সড়ক ও গলিতে পাহারায় নামেন স্থানীয় লোকজন।

রাজাপুর সদর ইউনিয়নের বাঘড়ি এলাকার সাহেব আলী বলেন, এলাকায় ডাকাত ডুকেছে, মসজিদের মাইকে হঠাৎ এমন মাইকিং শুনে প্রথমে বিষটি গুজব মনে হয়। তবে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে ফোনে কথা বলে আতঙ্কিত হয়ে পড়েন। পরে সারা রাত আর ঘুমাতে পারেননি।

পুলিশ জানায়, গতকাল রাতে রাজাপুর উপজেলার কোনো এক এলাকায় ডাকাতি হতে পারে, গোয়েন্দা পুলিশের মাধ্যমে এমন তথ্য জেনে পুলিশের টহল জোরদার করা হয়। উপজেলাবাসীকে সতর্ক করতে ছয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকেও দায়িত্ব দেওয়া হয়। চেয়ারম্যানরা নিজ নিজ ইউনিয়নের সব মসজিদে সতর্কতামূলক মাইকিং করার ব্যবস্থা করেন।

শুক্তগড় ইউপির চেয়ারম্যান বিউটি সিকদার বলেন, গতকাল রাত ১১টার দিকে থানা-পুলিশের কাছ থেকে মুঠোফোনে জানতে পারেন এলাকায় ডাকাতি হতে পারে। তাই ইউনিয়ন ডাকাতমুক্ত রাখতে সঙ্গে সঙ্গে ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও স্থানীয় যুবকদের সঙ্গে নিয়ে সারা রাত ইউনিয়নজুড়ে পাহারা দেওয়া হয়েছে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায় বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতে ছয়টি ইউনিয়নে পুলিশ টহল জোরদার করে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে জনসাধারণকেও সতর্ক করা হয়েছে। তবে কোথাও কোনো ডাকাতির ঘটনার খবর পাওয়া যায়নি।