দীঘিনালায় ঘরে ঢুকে ইউপিডিএফের সংগঠককে গুলি করে হত্যা

গুলিপ্রতীকী ছবি: রয়টার্স

দীঘিনালার বাসায় ঢুকে জুনেল চাকমা (৩১) নামের একজনকে হত্যা করা হয়েছে। আজ শনিবার ভোরে দীঘিনালা কবাখালী ইউনিয়নের শান্তি বিকাশ কার্বারিপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত জুনেল কবাখালীর তপ্ত কাঞ্চন চাকমার ছেলে। তিনি ইউপিডিএফ মূল দলের তারাবুনিয়া এলাকার সংগঠক। এ ঘটনায় প্রতিপক্ষ সংগঠনকে দায়ী করেছে ইউপিডিএফ।

স্থানীয় ব্যক্তিরা বলেন, জুনেল দীঘিনালার শান্তি বিকাশ কার্বারিপাড়ায় শিক্ষক ললিত চাকমার বাসায় ছিলেন। ভোর আনুমানিক চারটায় কয়েকজন অস্ত্রধারী ঘরে ঢুকে তাঁকে গুলি করে পালিয়ে যান।

ইউপিডিএফ প্রসীত গ্রুপের জেলা সংগঠক অংগ্য মারমা অভিযোগ করেন, সংস্কারপন্থী (জেএসএস এমএন লারমা) এবং নব্য মুখোশ বাহিনীর (ইউপিডিএফ গণতান্ত্রিক) বর্ণ, ক্লিটন, চিক্কো ও শান্তি মিলে আমাদের সংগঠককে হত্যা করেছে।’

এ ঘটনা গণতান্ত্রিক ইউপিডিএফ ও জেএসএসের (এমএন লারমা) পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে এখনো কেউ মামলা করেননি।