প্রকাশিত সংবাদের প্রতিবাদ, প্রতিবেদকের বক্তব্য

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি: প্রথম আলো

‘শাহজালাল বিশ্ববিদ্যালয়/ স্ত্রীর পদোন্নতি বোর্ডের সভাপতি হলেন সহ-উপাচার্য স্বামী’ শিরোনামে প্রথম আলো অনলাইনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির স্বাক্ষরিত চিঠিতে এ প্রতিবাদ জানানো হয়।

প্রতিবাদলিপিতে বলা হয়, প্রথম আলো পত্রিকায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার পদে পদোন্নতির বোর্ড বিষয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা বিভ্রান্তিকর ও ভিত্তিহীন। বিশ্ববিদ্যালয়ের আইনে বিভিন্ন পদে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বোর্ডের সভাপতি এবং সদস্যগণ নির্ধারিত থাকেন। এসব ক্ষেত্রে কারা নিয়োগ বোর্ডে থাকবেন, তা বিশ্ববিদ্যালয়ের আইনে সুনির্দিষ্টভাবে নির্ধারিত। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর এখতিয়ার নেই তা নিজ ইচ্ছেমতো নির্ধারণ করা। সংবাদে যাঁদের বরাত দিয়ে মন্তব্য প্রকাশ করা হয়েছে, তাঁদের নিয়োগ বোর্ড গঠনের বিষয়ে কোনো স্পষ্ট ধারণা বা অধিকার নেই।

প্রতিবেদকের বক্তব্য: নিয়ম অনুযায়ী, বোর্ডের সদস্যদের স্বজন বা নিকটাত্মীয় যদি প্রার্থী হন, তাহলে একই বোর্ডে ওই সদস্যের থাকার নিয়ম নেই। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের (ইউজিসি) একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বক্তব্যও নেওয়া হয়েছে।