নোয়াখালীতে ছুরিকাঘাতে অ্যাম্বুলেন্সচালকের মৃত্যু, গ্রেপ্তার ১

গ্রেপ্তারছবি: প্রতীকী ছবি

নোয়াখালী সদর উপজেলায় ছুরিকাঘাতে আহত হয়ে চিকিৎসাধীন মো. জামাল হোসেন (৩৩) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

নিহত জামাল পেশায় অ্যাম্বুলেন্সের চালক ছিলেন। তাঁর বাড়ি নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মধুসূদনপুর গ্রামে। গত মঙ্গলবার রাতে সদর উপজেলার হাসপাতাল রোডে তিনি ছুরিকাঘাতে আহত হয়েছিলেন। জামাল হোসেনকে ছুরিকাঘাতের অভিযোগে মো. হৃদয় (২২) নামের তাঁর এক প্রতিবেশীকে পুলিশ গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, প্রায় তিন মাস আগে এক ব্যক্তির অগোচরে তাঁর বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেন হৃদয়। বিষয়টি স্থানীয়ভাবে মাইজদী শহরের বালুর মাঠে মীমাংসা হয়। ওই সময় অ্যাম্বুলেন্সচালক জামালের সঙ্গে হৃদয়ের বাগ্‌বিতণ্ডা হয়। এর এক পর্যায়ে জামাল হৃদয়কে থাপ্পড় দেন। এ ঘটনার জেরে গত মঙ্গলবার জামালের পেটে ছুরিকাঘাত করেন হৃদয়। স্থানীয় লোকজন জামালকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

জামালকে ছুরিকাঘাতের পর গণপিটুনি দিয়ে হৃদয়কে পুলিশে সোপর্দ করেন স্থানীয় বাসিন্দারা। পিটুনিতে তিনিও গুরুতর আহত হন। তাঁকে পুলিশ পাহারায় নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সুধারম থানার উপপরিদর্শক (এসআই) কৃষ্ণ মোহন প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তির স্ত্রী সোহেলী আক্তার বাদী হয়ে এ ঘটনায় থানায় হত্যা মামলা করেছেন।