ময়লার ভাগাড় পরিষ্কার করে তাঁরা বানালেন ফুলের বাগান

ময়লার ভাগাড় পরিষ্কার করে ফুলগাছ রোপণের মাধ্যমে বাগান তৈরি কার্যক্রমের উদ্বোধন করছেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক হুসাইন শওকত। মঙ্গলবার যশোরের চাঁচড়া বাজারসংলগ্ন এলাকায়
ছবি: প্রথম আলো

যশোরে রেণু পোনা বিক্রির অন্যতম মোকাম চাঁচড়া। বাজারসংলগ্ন মহাসড়কের পাশেই তৈরি হয়েছে ময়লার ভাগাড়। মাসের পর মাস ময়লা-আবর্জনা জমে থাকলেও তা পরিষ্কার করার তাগিদ ছিল না কারও। পথচারীদের ওই এলাকা দিয়ে যাতায়াত করতে ব্যাপক দুর্ভোগ পোহাতে হতো। এ অবস্থায় স্থানীয় দুর্ভোগ লাঘবে এগিয়ে আসেন পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’-এর যশোরের সদস্যরা।

আজ মঙ্গলবার সারা দিন সংগঠনটির ২৫ কর্মী ওই ময়লার ভাগাড়টি পরিষ্কার করে ফুলের বাগানে পরিণত করেছেন। সংগঠনটির সদস্যরা প্রথমে ভাগাড়টি পরিষ্কার করেন। এরপর সেখানে ফুলের বাগান তৈরির কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সরকার অধিদপ্তর যশোরের উপপরিচালক হুসাইন শওকত। পরে ওই বাগানে ৫০টি ফুলের চারা রোপণ করেন বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীরা।

যশোরকে পরিচ্ছন্ন শহরে পরিণত করতে স্বেচ্ছাসেবীদের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপপরিচালক হুসাইন শওকত। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি কয়েক বছর ধরে সংগঠনটির কাজ দেখছি। তারা পরিচ্ছন্ন শহর গড়তে স্বেচ্ছাশ্রমে কাজ করে যাচ্ছে। তাদের দেখে মানুষ আরও সচেতন হবে, এটাই প্রত্যাশা করি।’

সংগঠনটির খুলনা বিভাগীয় সমন্বয়ক আল হেলাল মামুন প্রথম আলোকে বলেন, ২০১৮ সাল থেকে তাঁরা পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছেন, ‘আজ ময়লার ভাগাড় পরিষ্কার করে একটি ফুলের বাগান করতে পেরেছি। এটি নিয়ে যশোর জেলায় আটটি বাগান করা হয়েছে। পাশাপাশি সচেতনতা তৈরিতেও কাজ করছি। সুন্দর ও পরিচ্ছন্ন শহর গড়াই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য।’