ফরিদপুরে জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত এক ব্যক্তির মৃত্যু

লাশ
প্রতীকী ছবি

ফরিদপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে আহত এক ব্যক্তি চিকিৎসাধীন মারা গেছেন। গত বুধবার দুপুরে ফরিদপুর সদরের মাচ্চর ইউনিয়নের দয়ারামপুর গ্রামে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তি মারা যান।

ওই ব্যক্তির নাম মো. আলী (৫০)। তিনি দয়ারামপুর গ্রামের বাসিন্দা ও পেশায় কৃষক।

মো. আলীর ভাগনে ওবায়দুর রহমান মৃধা বলেন, ফসলি জমির মালিকানা নিয়ে মামাতো-ফুপাতো ভাইদের মধ্যে বিরোধ চলে আসছিল। গত মঙ্গলবার বেলা ১১টার দিকে মো. আলীর আত্মীয় আবদুস সালাম বিরোধপূর্ণ জমিতে ধান রোপণ করতে যান। এ সময় প্রতিপক্ষ হারুন ও তাঁর লোকজন অস্ত্রসহ হামলা করেন।

হামলার ঘটনায় মো. আলীসহ তাঁর পক্ষের আবদুস সালাম (৭০), আনোয়ার হোসেন (৫০), ওহাব শেখ (৬৫), সাখাওয়াত (৪০) ও মঞ্জু (২৮) আহত হন। পরে তাঁদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে মো. আলী গুরুতর আহত হলে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশটি ফরিদপুরে এনে দাফন করা হবে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল জলিল বলেন, হামলার ঘটনার পর আহত ওহাব শেখের ছেলে আক্কাস শেখ বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনকে আসামি করে একটি মামলা করেছেন। মামলাটি এখন হত্যা মামলা হিসেবে নেওয়া হবে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।