গৌরনদীতে দূরপাল্লার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২৫
বরিশালের গৌরনদী পৌর এলাকায় দূরপাল্লার দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ১৪ জনকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার বেলা সোয়া দুইটার দিকে গৌরনদী পৌর এলাকার আশোকাঠি বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস, থানা ও হাইওয়ে পুলিশ উদ্ধারকাজ চালাচ্ছে। সন্ধ্যায় এ প্রতিবেদন লেখার সময় কারও মারা যাওয়ার খবর পাওয়া যায়নি।
পুলিশ জানায়, ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী পৌর এলাকার আশোকাঠি বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে হাবিব সরদারের দীঘির পাড়ে আজ বেলা সোয়া দুইটার দিকে বরিশাল ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো-ব-১৪-৪৮০১) সঙ্গে বিপরীত দিক থেকে আসা বরিশালগামী ইলিশ পরিবহনের একটি শীতাতপনিয়ন্ত্রিত বাসের (ঢাকা মেট্রো-ব-১৫-৯৬৩৯) মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ইলিশ পরিবহনের বাসটি সড়কের পাশে ডোবায় পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, থানা ও হাইওয়ে পুলিশের লোকজন স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধারকাজ চালাচ্ছেন।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন প্রথম আলোকে বলেন, দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ১৪ জনকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে ডোবা থেকে গাড়িটি উদ্ধারের জন্য সড়কের ওপর উদ্ধারকারী যান দিয়ে কাজ করায় ঢাকা-বরিশাল মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয় পাশে গাড়ির দীর্ঘ সারি লক্ষ করা যায়। সর্বশেষ সন্ধ্যা ছয়টায় ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ডোবা থেকে গাড়িটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছিল।