গাইবান্ধায় রেলগেট নির্মাণের দাবিতে মানববন্ধন

গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের উজির ধরণীবাড়ির গুরুত্বপূর্ণ সড়কের রেলক্রসিংয়ে রেলগেট নির্মাণের দাবিতে শনিবার মানববন্ধন করে এলাকাবাসী
ছবি: প্রথম আলো

লালমনিরহাট-সান্তাহার রেলপথের গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের উজির ধরণীবাড়ির গুরুত্বপূর্ণ রাস্তার রেলক্রসিংয়ে রেলগেট নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। আজ শনিবার ওই এলাকায় মানববন্ধন করে তাঁরা এ দাবি জানান।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন, মাহবুবার রহমান, মোখলেছুর রহমান, হাবিবুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, লক্ষ্মীপুর ইউনিয়ন থেকে সাদুল্লাপুর উপজেলায় এ রেলক্রসিং দিয়ে যাতায়াত করতে হয়।

বিশেষ করে লক্ষ্মীপুর হাটের দিন অনেক মানুষ ও যানবাহন যাতায়াত করেন। কিন্তু ট্রেন যাতায়াতের সময় সংকেত দেওয়ার মতো এখানে কোনো প্রতিবন্ধক নেই এবং কোনো গেটম্যানও নেই। ফলে লোকজন নিজেদের ইচ্ছেমতো যাতায়াত করেন। রেল লাইনের দুই পাশে গাছ থাকায় ট্রেন দেখাও যায় না। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উজির ধরণীবাড়িতে রেলগেট নির্মাণ করে এখানে গেটম্যান নির্মাণের দাবি জানানো হয়।

বক্তারা আরও বলেন, লালমনিরহাট-সান্তাহার রেলপথে গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের উজির ধরণীবাড়ি রেলক্রসিং অরক্ষিত অবস্থায় রয়েছে। এখানে কোনো গেটম্যানও নেই। ফলে এ গেটে এক বছরেই ট্রেনের ধাক্কায়দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গাইবান্ধা সদর উপজেলা উজির ধরণীবাড়ি গ্রামের মাহাবুর রহমান (৩৫) গত জানুয়ারিতে এবং সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা গ্রামের আবেদ আলী (৪৮) গত আগস্ট মাসে এ এলাকা দিয়ে যাওয়ার সময় মারা যান।