লাশ উদ্ধার
প্রতীকী ছবি

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় বন্ধ ঘর থেকে এক লন্ড্রি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ থেকে গন্ধ ছড়ালে এলাকার মানুষ পুলিশে খবর দেন। এরপর আজ শুক্রবার সকালে শহরের দারুল উলুম মোড় পুরাতন বাবু পাড়া এলাকার ওই বাসায় গিয়ে লাশটি উদ্ধার করা হয়। মারা যাওয়া ব্যক্তির নাম মো. বখতিয়ার (২৮)।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, পুরাতন বাবু পাড়া এলাকার ওই বাসায় লন্ড্রি ব্যবসায়ী বখতিয়ার তাঁর বড় দুই বোনের সঙ্গে থাকতেন। তাঁরা তিনজনই প্রতিবন্ধী। নিজের শয়নকক্ষে বখতিয়ার মারা যাওয়ার তিন দিন পর লাশের দুর্গন্ধ ছড়ালে তাঁর বোনেরা প্রতিবেশীদের জানান। এরপর পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মরদেহের শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ছাড়া এলাকার লোকজনেরও কোনো অভিযোগ ছিল না। তাই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।