জয়পুরহাটে প্রতিমা বির্সজন দিতে গিয়ে নিখোঁজ দুই ছাত্রের লাশ উদ্ধার
জয়পুরহাটে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ দুই ছাত্রের লাশ উদ্ধার করেছে রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দল। নিখোঁজের ২০ ঘণ্টা পর আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শহরের ছোট যমুনা নদীর চকশ্যাম এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
জয়পুরহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী উপপরিচালক মো. শওকত আলী জোদ্দার প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
দুই ছাত্র হলেন জয়পুরহাট শহরের রেল কলোনি এলাকার মৃত বিশ্বনাথ কুমার বাসফোরের ছেলে সনজিৎ কুমার (২২) ও একই এলাকার পরেশ রজকের ছেলে তন্ময় রজক (১৬)। সনজিৎ কুমার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্নাতকের শিক্ষার্থী ও তন্ময় রজক জয়পুরহাটের কাশিয়াবাড়ি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র বলে তাঁদের স্বজনেরা জানিয়েছেন।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কালীপূজা উপলক্ষে পুরোনো প্রতিমা বিসর্জন দিতে গতকাল বুধবার বেলা দুইটার দিকে সনজিৎ, তন্ময়সহ কয়েক ব্যক্তি চকশ্যাম এলাকায় ছোট যমুনা নদীতে যান। এ সময় তন্ময় নদীতে পড়ে তলিয়ে যায়। তাকে উদ্ধার করতে সনজিৎ নদীতে ঝাঁপ দিলে তিনিও নিখোঁজ হন। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে।
রাত সাড়ে আটটার দিকে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজে অংশ নেয়। তবে রাতে দুই দফা অভিযান চালিয়ে ডুবুরি দল ব্যর্থ হয়। আজ বৃহস্পতিবার সকাল থেকে তৃতীয় দফায় আবারও উদ্ধার অভিযান শুরু করে ডুবুরি দল। একপর্যায়ে তাঁরা প্রথমে সনজিৎ কুমারের পরে তন্ময়ের লাশ উদ্ধার করা করেন।
জয়পুরহাট ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক শওকত আলী প্রথম আলোকে বলেন, লাশ দুটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।