গাজীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত, সড়ক অবরোধ
গাজীপুর মহানগরে কাভার্ড ভ্যানের ধাক্কায় নাজমুল হোসেন (৪০) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার নগরের সাইনবোর্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।
ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী কাভার্ড ভ্যানটি জব্দ করে আগুন ধরিয়ে দেন এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয় এবং কাভার্ড ভ্যানের আগুন নেভায়।
নিহত নাজমুল হোসেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্বাকাশ্বর গ্রামের আবদুল খালেকের ছেলে। তিনি ঢাকার আশুলিয়া থানার ইছরকান্দি এলাকায় বসবাস ও কারখানার পরিত্যক্ত মালামালের ব্যবসা করতেন। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক মো. আমির হোসেনকে (৪৫) আটক করেছে পুলিশ। তিনি রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকার বাসিন্দা আলী আজমের ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাতে সাইনবোর্ড এলাকায় বাজার করে মোটরসাইকেল চালিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উঠছিলেন নাজমুল হোসেন। তখন ঢাকাগামী দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে নাজমুল সড়কের ওপর ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই নিহত হন। ঘটনার পর এলাকাবাসী কাভার্ড ভ্যানটি আটক করে আগুন লাগিয়ে দেন এবং সড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসী আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রেখেছিলেন।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল ইসলাম প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে কাভার্ড ভ্যানের চালককে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।