হবিগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়ল প্লাস্টিক পণ্যবাহী ট্রাক

দুর্বৃত্তের আগুনে পুড়ে প্লাস্টিক পণ্যবাহী মিনিট্রাক। সোমবার সকালে হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল এলাকায়ছবি: সংগৃহীত

হবিগঞ্জ সদর উপজেলায় প্লাস্টিক পণ্যবাহী মিনিট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার সকালে উপজেলার ধুলিয়াখাল এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় র‌্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।

পুলিশ জানায়, প্রাণ আরএফএলের প্লাস্টিক পণ্যবাহী একটি মিনি ট্রাক আজ সকাল ৯টার দিকে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রোকনপুর থেকে হবিগঞ্জ সদর উপজেলার আলম বাজারে দিকে যাচ্ছিল। ট্রাকটি জেলা সদরের বাইপাস সড়ক দিয়ে ধুলিয়াখাল এলাকায় পৌঁছানোমাত্র কয়েকজন দুর্বৃত্ত ট্রাকটি থামিয়ে আগুন দেয়। এতে ট্রাকের প্লাস্টিক পণ্য ও গাড়িটির ইঞ্জিন পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রাকে প্রায় দুই লাখ টাকার প্লাস্টিক সামগ্রী ছিল। আগুনে গাড়িসহ কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব প্রথম আলোকে বলেন, প্লাস্টিক পণ্যবাহী ট্রাকের ১ লাখ ৮৫ হাজার টাকার মালামাল পুড়ে গেছে। গাড়িটির দাম হবে আরও পাঁচ লাখ টাকা। এ ঘটনার সঙ্গে বিএনপির লোকজন জড়িত বলে তিনি দাবি করেন।