আমার ছেলে সাহসী, ওকে তুলে নিতে হয় না, ডাকলেই হাজির হতো: শামসুজ্জামানের মা

মা করিমন নেসার সঙ্গে শামসুজ্জামান। সোমবার রাত ১০টায় ঢাকার ধামরাইয়ে মামার বাসায়
ছবি: প্রথম আলো

‘আমার দুই ছেলে। এক ছেলে (হোলি আর্টিজানের জঙ্গি হামলায় নিহত পুলিশের সহকারী কমিশনার রবিউল করিম) এই দেশের জন্য জীবন দিয়েছে। আরেক ছেলে শামসুজ্জামান। আমার ছেলে শামসুজ্জামান সাহসী। রাতের আঁধারে ওকে তুলে নিতে হয় না। ওকে ডাকলে ও নিজেই গিয়ে হাজির হতো।’

আরও পড়ুন

সাভারে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান কারামুক্তি পেয়ে সোমবার রাত ১০টার দিকে ঢাকার ধামরাইয়ে তাঁর মামার বাসায় যান। এ সময় তাঁর মা করিমন নেসা উপস্থিত সবার সামনে এসব কথা বলেন।

আরও পড়ুন

সন্ধ্যায় কারামুক্তির পর প্রথমে শামসুজ্জামান তাঁর কর্মস্থল প্রথম আলো কার্যালয়ে যান। সেখান থেকে রাত ১০টার দিকে ধামরাইয়ের ডাউটিয়া এলাকায় তাঁর মামার বাসায় থাকা মায়ের কাছে ফেরেন তিনি। এ সময় শামসুজ্জামানের আত্মীয়স্বজন, পাড়া–প্রতিবেশী এবং সাভারে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা তাঁর সঙ্গে দেখা করতে আসেন। সবার সঙ্গে হাসিমুখে কুশল বিনিময় করেন তিনি।

তুলে নেওয়ার ছয় দিনের মাথায় গতকাল দুপুরের পর ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর রমনা থানায় করা মামলায় জামিন পান শামসুজ্জামান। সন্ধ্যা ছয়টার পর কেরানীগঞ্জে ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

আরও পড়ুন

মায়ের কাছে ফেরার সময় শামসুজ্জামানের সঙ্গে প্রথম আলোর বিশাল বাংলা বিভাগের প্রধান তুহিন সাইফুল্লাহ এবং হেড অব অ্যাডমিন উৎপল কুমার চক্রবর্তী উপস্থিত ছিলেন। তাঁরা শামসুজ্জামানের মা করিমন নেসার সঙ্গে কথা বলেন।

আরও পড়ুন

শামসুজ্জামান বলেন, ‘সারা দেশের সাংবাদিক, আমার কর্মরত প্রতিষ্ঠান প্রথম আলোর সহকর্মী, বন্ধু, আমার বিশ্ববিদ্যালয়ের সহপাঠীসহ অনুজ-অগ্রজেরা আমার পাশে দাঁড়িয়েছেন। দেশের মানুষ আমার জন্য আন্দোলন–সংগ্রাম করেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমার সঙ্গে আন্তরিক আচরণ করেছেন বলেই আজ আমি মায়ের কাছে ফিরতে পেরেছি। সরকারও আমার প্রতি ইতিবাচক ছিল।’ সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।