ফতুল্লায় মশাল মিছিল থেকে পিকআপভ্যানে অগ্নিসংযোগ

নারায়ণগঞ্জের ফতুল্লায় মিনি পিকআপভ্যানে অগ্নিসংযোগ করে দৃর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যায়
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় মশাল মিছিল থেকে একটি পিকআপভ্যানে আগুন দেওয়া হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পঞ্চবটি এলাকায় এই ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৭ জানুয়ারি নির্বাচন বন্ধের দাবি ও হরতাল সমর্থনে আজ সন্ধ্যা ৬টার দিকে ফতুল্লা থানা যুবদলের নেতা-কর্মীরা ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পঞ্চবটি এলাকায় মশাল মিছিল বের করেন। মিছিলটি বন বিভাগ কার্যালয়ের সামনের সড়কে এলে সেখানে ট্রাফিক সিগনালে থেমে থাকা একটি মিনি পিকআপভ্যানে আগুন ধরিয়ে দেন কিছু নেতা-কর্মী। এ সময় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মিছিলকারীরা দ্রুত পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নিভিয়ে ফেলেন।

ফায়ার সার্ভিস নারায়ণগঞ্জ অফিসের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, মিনি পিকআপভ্যানে আগুনের খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভিয়ে ফেলেন স্থানীয় লোকজন। আগুনে পিকআপভ্যানের ইঞ্জিন, সামনে ও পেছনের কিছু অংশ পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।