মায়ের লাশ আড়ায় ঝুলছিল, দুই ছেলের লাশ পড়ে ছিল বিছানায়

টাঙ্গাইল জেলার মানচিত্র

টাঙ্গাইলে বাড়ি থেকে মা ও দুই ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যায় জেলার দেলদুয়ার উপজেলার দেউলী ইউনিয়নের চকতৈল গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দেউলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তাহমিনা হক।

ইউপি চেয়ারম্যান তাহমিনা হক বলেন, আজ সন্ধ্যা ছয়টার দিকে চকতৈল গ্রামের মো. শাহেদের বসতঘর থেকে তাঁর স্ত্রী মনিরা বেগম (৩০) এবং তাঁর দুই ছেলে মুশফিক (৮) ও মাশরাফির (২) লাশ উদ্ধার করা হয়। মনিরার লাশ ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় এবং দুই ছেলের লাশ বিছানার ওপর পড়ে ছিল। খবর পেয়ে দেলদুয়ার থানা–পুলিশ লাশ তিনটি উদ্ধার করে।

তবে একসঙ্গে দুই ছেলেকে হত্যা করে মায়ের আত্মহত্যা নাকি তাদেরকে অন্য কোনো ব্যক্তি হত্যা করেছে এ নিয়ে আলোচনা হচ্ছে। ঘটনার পর থেকে নিহত মনিরা বেগমের স্বামী মো. শাহেদ পলাতক। শাহেদ দেউলী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ফজলুর মিয়ার ছেলে। মনিরা বেগমের বাবার বাড়িও ওই গ্রামে।

এ বিষয়ে মনিরার বড় ভাই আল আমিন জানান, শাহেদ নিজে মাদকাসক্ত। তাঁরা ধারণা করছেন, ঘরের ভেতর স্ত্রী ও সন্তানদের হত্যা করে শাহেদ সিঁধ কেটে বের হয়ে পালিয়ে গেছেন।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন মৃধা জানান, তিনি ঘটনাস্থলে রয়েছেন। লাশ তিনটি উদ্ধার হয়েছে। শাহেদ পলাতক। শাহেদকে খুঁজে পেলে এবং লাশ তিনটি ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।