মুন্সিগঞ্জে পারিবারিক কলহের জেরে অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যু, স্বামী গ্রেপ্তার
মুন্সিগঞ্জ সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় করা মামলায় গৃহবধূর স্বামী হেলাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মারা যাওয়া গৃহবধূর নাম রিতু আক্তার (৩০)। তিনি সদর উপজেলার আধারা গ্রামের কুয়েতপ্রবাসী হেলাল সরকারের (৪০) স্ত্রী এবং একই উপজেলার আধারা ইউনিয়নের ভাসানচর মাঝিকান্দির এলাকার আবদুর রহিমের মেয়ে। তাঁদের চার বছর বয়সী এক ছেলেসন্তান আছে। কিছুদিন আগে হেলাল সরকার দেশে ফেরেন।
স্বজন, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছয় বছর আগে হেলাল সরকার ও রিতুর আক্তারের বিয়ে হয়। একসময় রিতু তাঁর শ্বশুরবাড়ির লোকজন ছেড়ে স্বামী-সন্তান নিয়ে আলাদা থাকতে চান। এ নিয়ে শাশুড়ি আলো বেগমের সঙ্গে রিতুর ঝগড়া হয়। এরই মধ্যে হেলাল সরকার কুয়েতে যাওয়ার কথা বলে রিতুর বাবার বাড়ি থেকে কিছু টাকাও নেন। এসব বিষয় নিয়ে গত মঙ্গলবার রাতে স্বামী ও শাশুড়ির সঙ্গে রিতু ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে নিজের গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার হুমকি দেন রিতু। পরে দিবাগত রাত সাড়ে তিনটার দিকে নিজ গায়ে আগুন লাগিয়ে দেন তিনি। এতে তিনি দগ্ধ হন। তাঁকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হলে তাঁকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
গৃহবধূ রিতা আক্তারের দাদা ইব্রাহীম খলীল বলেন, বিদেশ যাওয়াকে কেন্দ্র করে সম্প্রতি শ্বশুরবাড়ি থেকে ২০ হাজার টাকা নেন হেলাল। এর আগে শ্বশুরবাড়ি থেকে আরও টাকা নিয়েছেন তিনি। আবারও টাকাপয়সা চেয়েছিলেন। এসব নিয়ে রিতুর সঙ্গে তাঁর স্বামী ও শাশুড়ির ঝগড়া হয়। গত মঙ্গলবার রাতে রিতু শরীরে কেরোসিন ঢেলে দেশলাই হাতে ঘুরছিলেন। হঠাৎ তাঁর গায়ে আগুন ধরে যায়। রিতুকে বাঁচানোর বিন্দুমাত্র আগ্রহ তাঁর শ্বশুরবাড়ির লোকজনের ছিল না। যদি থাকত, তবে বাবার বাড়িতে খবর দিত। নয়তো তাঁরাই রিতুর শরীরে পানি ঢেলে আগুন নেভাতে পারত। এ ঘটনায় তাঁরা বিচার চান।
মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খাইরুল হাসান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় রিতুর বাবা বাদী হয়ে গতকাল রাতে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে রিতুর স্বামীসহ পাঁচজনের নামে মামলা করেছেন। মামলার পর গতকাল দিবাগত রাত দুইটার দিকে রিতুর স্বামী হেলাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে, ওই নারী তাঁর স্বামীকে ভয় দেখাতে নিজের গায়ে কেরোসিন ঢেলেছিলেন। জেদের বশে একপর্যায়ে ওই নারী নিজের গায়ে আগুন ধরিয়ে দেন। শেষ পর্যন্ত তিনি মারা যান।