নাটোরে ব্যবসায়ীকে মারধরের অভিযোগে গ্রেপ্তার ২

ব্যবসায়ী হোসেন আলীকে হাতুড়িপেটা করেছে দুর্বৃত্তরা
ছবি: ভিডিও থেকে নেওয়া

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজারে ইসলামি জলসার নামে চাঁদা তোলাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে মারধর করার ঘটনায় করা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে নিজ নিজ বাড়ি থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন উপজেলার হারোয়া গ্রামের মো. শাওন (২৮) ও মহিষভাঙ্গা গ্রামের রাপ্পু কবিরাজ (২২)। গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বনপাড়া পুলিশি তদন্তকেন্দ্রের পরিদর্শক সিরাজুল ইসলাম।

বড়াইগ্রাম থানা-পুলিশ সূত্রে জানা যায়, গতকাল দুপুরে বনপাড়া বাজারে ইসলামি জলসার নামে চাঁদা তোলাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে মারধর করার ঘটনায় রাতে থানায় মামলা হয়েছে। পুলিশ রাতেই মামলার আসামি উপজেলার হারোয়া গ্রামের মো. শাওন ও মহিষভাঙ্গা গ্রামের রাপ্পু কবিরাজকে গ্রেপ্তার করেছে।

হামলার শিকার ব্যবসায়ী হোসেন আলী বলেন, তাঁর শরীরে অন্তত ৪০টি আঘাতের চিহ্ন আছে। তিনি এ ঘটনার জন্য সুনির্দিষ্ট করে কারও নাম বলতে না পারলেও দুর্বৃত্তদের তিনি চেনেন। তাঁরা সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারীর লোকজন। ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘ওরা আমার পথ রোধ করে বলে আমি নাকি সংসদ সদস্যের সমর্থক সামছুল আলমকে মেরেছি। এ কারণে আমাকে মারধর করা হচ্ছে। অথচ সামছুল আলমকে আমি মারিনি। মিথ্যা অপবাদ দিয়ে আমাকে মারধর করা হয়েছে।’

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, বনপাড়া বাজারের পোশাক ব্যবসায়ী হোসেন আলী গতকাল রাত সাড়ে আটটার দিকে দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিলেন। পথে গুনাইহাটি সেতুর পাশে পৌঁছালে অন্তত ৩০টি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা সেখানে গিয়ে ওই ব্যবসায়ীকে ভ্যান থেকে নামিয়ে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। এই সময় একই রাস্তা দিয়ে যাচ্ছিলেন এশিয়ান টিভির বড়াইগ্রাম প্রতিনিধি ওমর ফারুক। ঘটনা দেখে তিনি মুঠোফোনে ভিডিও ধারণ করার চেষ্টা করতেই দুর্বৃত্তরা তাঁকে ধাওয়া করে। তিনি মোটরসাইকেল নিয়ে সেখান থেকে পালিয়ে বাঁচেন।

সাংবাদিক ওমর ফারুক বলেন, ‘আমি গুনাইহাটি সড়ক হয়ে বাড়ি ফিরছিলাম। অনেক লোকজনের হট্টগোল দেখে পকেট থেকে মুঠোফোন বের করতেই কয়েকজন যুবক আমাকে তেড়ে আসে। আমি দ্রুত পালানোর চেষ্টা করি। ওরা প্রায় দুই কিলোমিটার আমাকে ধাওয়া করে ফিরে যায়।’

ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা যায়, বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙ্গা-মালিপাড়া কবরস্থানে ইসলামি জলসা অনুষ্ঠানের নামে কয়েক দিন ধরে বনপাড়া বাজারে চাঁদা তুলছিলেন স্থানীয় কয়েকজন যুবক। প্রকৃতপক্ষে সেখানে জলসা আয়োজন করা হয়নি। এমনটা জানতে পেরে বাজারের এক ব্যবসায়ী চাঁদা তোলার ভিডিওসহ মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। এতে ক্ষুব্ধ হয়ে মহিষভাঙ্গা ও মালিপাড়ার কিছু যুবক গতকাল দুপুরে বনপাড়া বাজারের নাজমুল হোসেন নামের এক কাপড় ব্যবসায়ীকে মারধর করেন। এর প্রতিবাদে বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে নাটোর-পাবনা মহাসড়ক অবরোধ করেন। পরে সংসদ সদস্য ও মেয়রের হস্তক্ষেপে পুলিশ পরিস্থিতি শান্ত করে।