উড়োজাহাজের আবর্জনার বস্তা থেকে কোটি টাকার ১০টি সোনার বার উদ্ধার

উড়োজাহাজটির ভেতরে থাকা আবর্জনার বস্তা স্ক্যান করে মেলে সোনার বারের সন্ধান
ছবি: সংগৃহীত

সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা একটি উড়োজাহাজের ভেতরে থাকা আবর্জনার বস্তা থেকে ১ কেজি ১৬০ গ্রাম ওজনের ১০টি সোনার বার জব্দ করা হয়েছে। পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া এ সোনার মূল্য প্রায় ১ কোটি টাকা। আজ মঙ্গলবার সকালে বিমানবন্দর থেকে কাস্টমসের কর্মকর্তারা এ সোনা জব্দ করেন।

বিমানবন্দর কাস্টমস সূত্রে জানা যায়, আজ বাংলাদেশ বিমানের বিজি-২২৬ ফ্লাইটে করে চোরাচালানের মাধ্যমে সোনা নিয়ে আসা হচ্ছে বলে কাস্টমসের কাছে গোপন খবর আসে। এ অবস্থায় সকাল সাতটার দিকে উড়োজাহাজটি অবতরণ করলে যাত্রীদের তল্লাশি করা হয়। তবে চোরাচালানের সোনা মেলেনি।

১ কেজি ১৬০ গ্রাম ওজনের ১০টি সোনার বারের দাম প্রায় এক কোটি টাকা
ছবি: সংগৃহীত

পরে সকাল আটটার দিকে উড়োজাহাজটির ভেতরে থাকা আবর্জনার বস্তা স্ক্যান করে কাস্টমস বিভাগ। সেখানে ধাতব পদার্থের প্রতিকৃতি দৃশ্যমান হলে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ধাতব পদার্থটি খোলা হয়। এ সময় সাদা-কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় ১০টি সোনার বার বস্তা থেকে জব্দ করা হয়।

ওসমানী বিমানবন্দরের কাস্টমসের উপকমিশনার মো. আল আমিন প্রথম আলোকে বলেন, এ ঘটনায় একটি মামলা করার প্রস্তুতি চলছে। কারা এই সোনার বারগুলো এনেছে কিংবা কাদের এগুলো বের করে নেওয়ার প্রস্তুতি ছিল, এটা পুলিশ তদন্ত করে দেখতে পারে।