উড়োজাহাজের আবর্জনার বস্তা থেকে কোটি টাকার ১০টি সোনার বার উদ্ধার
সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা একটি উড়োজাহাজের ভেতরে থাকা আবর্জনার বস্তা থেকে ১ কেজি ১৬০ গ্রাম ওজনের ১০টি সোনার বার জব্দ করা হয়েছে। পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া এ সোনার মূল্য প্রায় ১ কোটি টাকা। আজ মঙ্গলবার সকালে বিমানবন্দর থেকে কাস্টমসের কর্মকর্তারা এ সোনা জব্দ করেন।
বিমানবন্দর কাস্টমস সূত্রে জানা যায়, আজ বাংলাদেশ বিমানের বিজি-২২৬ ফ্লাইটে করে চোরাচালানের মাধ্যমে সোনা নিয়ে আসা হচ্ছে বলে কাস্টমসের কাছে গোপন খবর আসে। এ অবস্থায় সকাল সাতটার দিকে উড়োজাহাজটি অবতরণ করলে যাত্রীদের তল্লাশি করা হয়। তবে চোরাচালানের সোনা মেলেনি।
পরে সকাল আটটার দিকে উড়োজাহাজটির ভেতরে থাকা আবর্জনার বস্তা স্ক্যান করে কাস্টমস বিভাগ। সেখানে ধাতব পদার্থের প্রতিকৃতি দৃশ্যমান হলে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ধাতব পদার্থটি খোলা হয়। এ সময় সাদা-কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় ১০টি সোনার বার বস্তা থেকে জব্দ করা হয়।
ওসমানী বিমানবন্দরের কাস্টমসের উপকমিশনার মো. আল আমিন প্রথম আলোকে বলেন, এ ঘটনায় একটি মামলা করার প্রস্তুতি চলছে। কারা এই সোনার বারগুলো এনেছে কিংবা কাদের এগুলো বের করে নেওয়ার প্রস্তুতি ছিল, এটা পুলিশ তদন্ত করে দেখতে পারে।