শ্রীপুরে রেলসেতুতে আগুন, পুড়ে গেছে চারটি স্লিপারের কিছু অংশ
গাজীপুরের শ্রীপুর উপজেলার একটি রেলসেতুতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার সকালে উপজেলার গোলাঘাট এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেলসড়কে এ ঘটনা ঘটে। আগুনে গোলাঘাট রেলসেতুর চারটি স্লিপারের কিছু অংশ পুড়ে গেছে। তবে এতে ট্রেন চলাচল করতে কোনো সমস্যা হচ্ছে না বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
গোলাঘাট গ্রামের বাসিন্দা ও শ্রীপুর রেলস্টেশন সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে সাতটার দিকে গোলাঘাট রেলসেতুতে আগুন জ্বলতে দেখা যায়। আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন গিয়ে আগুন নেভান। খবর পেয়ে আনসার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। একই সঙ্গে রেলের কর্মীরা সেখানে গিয়ে ক্ষতিগ্রস্ত স্লিপার সরিয়ে নেন। কারা আগুন দিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
গোলাঘাট গ্রামের বাসিন্দা মো. মোস্তফা বলেন, আগুন জ্বলার সময় আশপাশে কোনো ট্রেন ছিল না। স্থানীয় লোকজন খুব দ্রুতই আগুন নেভাতে পেরেছেন। অবরোধের সময় এমন আগুনে আশপাশ এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
শ্রীপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, দুর্বৃত্তদের দেওয়া আগুনে কাঠের স্লিপারের কিছু অংশ পুড়ে গেছে। এতে ট্রেন চলাচলের কোনো বিঘ্ন ঘটেনি। আনসার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রক্ষণাবেক্ষণ কর্মীরা ক্ষতিগ্রস্ত স্লিপার সরিয়ে নিয়েছেন।