ফেনীতে নদীতে গোসল করতে নেমে নৌবাহিনী সদস্যের মৃত্যু

পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

ফেনীর পরশুরামে মুহুরী নদীতে গোসল করতে নেমে নৌবাহিনীর একজন সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা পরশুরাম উপজেলার উত্তর শালধর গ্রামের খুন্ডেরপাড় এলাকাসংলগ্ন নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।

নৌবাহিনীর ওই সদস্যের নাম মো. আবুল হাসান ওরফে সাইফুল (২১)। তিনি উত্তর শালধর গ্রামের আবুল খায়েরের ছেলে। ২০২১ সাল থেকে তিনি নৌবাহিনীতে ইউটি সেইলর হিসেবে কর্মরত আছেন। তাঁর মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা হাবিব।

স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, তীব্র দাবদাহে আবুল হাসান বাড়ির অন্য ছেলেদের সঙ্গে নিয়ে বাড়ির পাশের মুহুরী নদীতে গোসল করতে নামেন। এ সময় হঠাৎ তিনি গভীর গর্তে ডুবে যেতে থাকেন। বিষয়টি দেখে তাৎক্ষণিক তাঁর সঙ্গীরা তাঁকে টেনে তোলার চেষ্টা করেন। কিন্তু তাঁরা ব্যর্থ হন। খবর পেয়ে পরশুরাম ও ফুলগাজী ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ সাইফুলকে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে তাঁদের অনুরোধে চট্টগ্রাম থেকে বিশেষ ডুবুরি দল এসে সাড়ে ছয় ঘণ্টা অভিযান চালিয়ে রাত সাড়ে নয়টার দিকে আবুল হাসানের মরদেহ উদ্ধার করে।

পরশুরাম ফায়ার সার্ভিসের লিডার হুমায়ুন কবির বলেন, গতকাল বিকেলে খবর পাওয়ার পর মুহুরী নদীতে পরশুরাম ও ফুলগাজী ফায়ার সার্ভিসের দল উদ্ধার তৎপরতা চালানো শুরু করে। কিন্তু মরদেহের সন্ধান না পাওয়ায় চট্টগ্রাম থেকে ডুবুরি দল এসে উদ্ধার তৎপরতা চালায়। পরে রাত সাড়ে ৯টার দিকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।