শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার প্রায় ৮২ শতাংশ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের এ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। গতকাল দুপুরে ক্যাম্পাসে তোলাছবি: প্রথম আলো

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৮১ দশমিক ৮১ শতাংশ। গতকাল মঙ্গলবার বেলা তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত ঢাকা ও সিলেটের বিভিন্ন কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

গতকাল সন্ধ্যায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্যসচিব অধ্যাপক মোহাম্মদ সেলিম বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন

মোহাম্মদ সেলিম জানান, ঢাকার কেন্দ্রগুলোতে ৪৩ হাজার ২৫৭ জন আবেদনকারীর মধ্যে ৩৫ হাজার ৮৯৫ জন এবং বিশ্ববিদ্যালয়সহ সিলেটের কেন্দ্রগুলোতে ৯ হাজার ৫৯০ জন আবেদনকারীর মধ্যে ৭ হাজার ৩৪০ জন পরীক্ষায় অংশ নেন। ঢাকায় উপস্থিতির হার ৮২.৯৮ শতাংশ এবং সিলেটে ৭৬.৫৪ শতাংশ।

কৃষি ও খনিজ বিজ্ঞান অনুষদ, ফলিতবিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ, জীববিজ্ঞান অনুষদ এবং ভৌতবিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) আওতায় মোট ১৮টি বিভাগে আসন আছে ৯৮৫টি।

এদিকে আজ বুধবার বেলা তিনটা থেকে ‘বি’ ইউনিটের (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য) ভর্তি পরীক্ষা ঢাকা ও সিলেটের দুই বিভাগীয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এতে ঢাকায় ১৩ হাজার ৮৩৮ জন এবং সিলেটে ৮ হাজার ৪৫৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন বলে জানান ভর্তি কমিটির সদস্যসচিব।