বঙ্গোপসাগরে ৫টি মাছ ধরার ট্রলারডুবি, ১৬ জেলে নিখোঁজ

ট্রলারডুবি
প্রতীকী ছবি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে পাঁচটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে।

শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এসব ট্রলারডুবির ঘটনায় ১৬ জন জেলে নিখোঁজ রয়েছেন।

ট্রলারডুবির পর উদ্ধার হওয়া নোয়াখালীর হাজারিগঞ্জ এলাকার ১২ জন জেলেকে কলাপাড়ার মহিপুর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

আলীপুর-কুয়াকাটা মৎস্য আড়ত মালিক সমিতির সভাপতি আনছার উদ্দিন মোল্লা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, কলাপাড়া আলীপুর এলাকার এমবি মামণি-৩, এফবি সাইফুল, এফবি আল মামুন, এফবি কুলসুম ও এফবি আশরাফুল ট্রলার ডুবে গেছে। এগুলোর মধ্যে চারটি ট্রলারের জেলেদের উদ্ধার করা হয়েছে। তবে আলীপুর এলাকার এফবি কুলসুম ট্রলারের ১৪ জন জেলে এবং নোয়াখালীর হাজারিগঞ্জ এলাকার এফবি রফিক ট্রলারের মালিক রফিক মিয়া ও এফবি মরিয়ম ট্রলারের এক জেলে নিখোঁজ রয়েছেন।

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় আজ সকাল থেকে পটুয়াখালীসহ উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়ার পাশাপাশি বঙ্গোপসাগর উত্তাল হয়ে ওঠে। উদ্ধার হওয়া জেলেরা বলেন, উত্তাল সাগরে ঢেউয়ের আঘাতে তাঁদের ট্রলারগুলো ডুবে যায়। এ সময় সাগরে নিকটবর্তী অন্য ট্রলারের মাধ্যমে অন্তত ৫৪ জন জেলেকে উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছেন ১৬ জন জেলে।

জানতে চাইলে নিজামপুর কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার সেলিম মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘সাগরে ট্রলারডুবির খবর পেয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আমাদের টহল টিম সাগরে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।’