সাতক্ষীরায় ট্রাকের চাকায় মোটরসাইকেলচালক পিষ্ট

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল নয়টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-যশোর সড়কের ঝাউডাঙ্গা বাজারের উত্তর পাশে রাধাগোবিন্দ মন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. সুজাউদ্দিন ওরফে সুজা (৩২)। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার উত্তর রায়টা গ্রামের বাসিন্দা। পেশায় রাজমিস্ত্রি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সুজাউদ্দিন সকাল নয়টার দিকে মোটরসাইকেলে করে সদর উপজেলাধীন সাতক্ষীরা-যশোর সড়কের ঝাউডাঙ্গা বাজারের উত্তর পাশে রাধাগোবিন্দ মন্দিরের সামনে পৌঁছান। সে সময় রাস্তার পাশে দাঁড়ানো একজন মানসিক প্রতিবন্ধী ব্যক্তি তাঁর দিকে লাঠি নিয়ে তেড়ে আসেন। এ অবস্থায় সুজাউদ্দিন মোটরসাইকেল নিয়ে ডান দিকে সরে যাওয়ার চেষ্টা করেন। তখন পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ট্রাকের চাকায় সুজাউদ্দিনের মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান।

খবর পেয়ে সাতক্ষীরা থেকে ফায়ার সার্ভিসের একটি দল মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যায়। বেলা তিনটার দিকে ময়নাতদন্ত শেষে সুজার মরদেহ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বলেন, পুলিশ চালক ও  ডাম্প ট্রাকটি আটকের চেষ্টা চালাচ্ছে।