সিরাজগঞ্জের যমুনার পাড়ে হয়ে গেল শিখো-প্রথম আলো জিপিএ-৫ সংবর্ধনা

সারা দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় জিপিএ-৫ উৎসব অনুষ্ঠিত হচ্ছে। আজ হয়ে গেল সিরাজগঞ্জ পর্বছবি: সোয়েল রানা

শরতের সকালের গুমোট গরমকে উপেক্ষা করে যমুনা নদী ও চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের ৯টি উপজেলা থেকে প্রায় দুই হাজার শিক্ষার্থী জমায়েত হয় পৌর শহরের শহীদ শেখ রাসেল স্মৃতি পৌর শিশুপার্কে। তাদের চোখে-মুখে খুশির ঝিলিক। দীর্ঘদিন পর একে অন্যের সঙ্গে দেখা হওয়ায় আনন্দে আত্মহারা বন্ধু-সহপাঠীরা।

যমুনা নদীর পাড়ের এই পার্কে এভাবে হয়ে গেল জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে এ বছর এসএসসিতে জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা উৎসব।

আজ সোমবার সকাল ১০টার দিকে সিরাজগঞ্জ পৌর শহরের শহীদ শেখ রাসেল স্মৃতি পৌর শিশুপার্কের ভেতর খোলা মাঠের মঞ্চে বন্ধুসভার সদস্যদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় উৎসবের মূল আয়োজন। এরপর স্বাগত বক্তব্য রাখেন প্রথম আলোর সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আরিফুল গণি। সিরাজগঞ্জ বন্ধুসভার বন্ধুদের অংশগ্রহণে পরিবেশিত হয় দলীয় নৃত্য।

অনুষ্ঠানে সিরাজগঞ্জ বন্ধুসভার বন্ধু ও কৃতী শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবের সাংস্কৃতিক পর্বে রয়েছে কবিতা আবৃত্তি, একক নৃত্য, নাটিকা, মেধায় মাতি কুইজ প্রতিযোগিতা ও জাদুর মেলা।

সারা দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় জিপিএ-৫ উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এবারের উৎসবটি পাওয়ার্ড বাই ‘বিকাশ’। সহযোগিতা করছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।

সংবর্ধনা অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিল্পী ইমরান খন্দকার। শহীদ শেখ রাসেল স্মৃতি পৌর শিশুপার্ক , সিরাজগঞ্জ, ০২ অক্টোবর
ছবি: প্রথম আলো

জিপিএ-৫ উৎসবে যোগ দিতে দূরদূরান্ত থেকে শিক্ষার্থীরা এসেছে। প্রায় ৪০ কিলোমিটার দূরের চৌহালী উপজেলার এনায়েতপুর থেকে বন্ধুদের সঙ্গে এসেছে সাদিয়া আক্তার। সে বলে, ‘অনেক দিন পর এমন একটি আনন্দঘন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে খুবই ভালো লাগছে। বন্ধুরা সবাই এক সঙ্গে অনেক ছবি উঠিয়েছি।’

সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দিতে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন সিরাজগঞ্জ সরকারি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান উম্মে তাসলিমা, রাজশাহী দৃষ্টিপ্রতিবন্ধী, মূক ও বধির উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুল লতিফ, জ্ঞানদায়িনী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী প্রমুখ।

সিরাজগঞ্জে শিখো-প্রথম আলো জিপিএ-৫ সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে জেলার ৯টি উপজেলা থেকে প্রায় দুই হাজার শিক্ষার্থী এসেছে
ছবি: সোয়েল রানা

দিনব্যাপী সংবর্ধনায় শিক্ষার্থীদের জন্য থাকছে ক্রেস্ট, অনলাইনে সার্টিফিকেট, প্রথম আলো ই-পেপার (১ মাস) ও চরকির (১৫ দিন) ফ্রি সাবস্ক্রিপশন, শিখোর সৌজন্যে বিনা মূল্যে কোর্স ও ফ্রেশ ব্র্যান্ডের স্ন্যাকস। উৎসবের দ্বিতীয় অধিবেশনে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।