বরিশালে একসঙ্গে চার সন্তানের জন্ম

একসঙ্গে জন্ম নেওয়া চার নবজাতক বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে আছে। বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে
ছবি: সংগৃহীত

বরিশালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। গতকাল শুক্রবার শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ওই নারীর অস্ত্রোপচারের মাধ্যমে তিন ছেলে ও এক মেয়েসন্তানের জন্ম হয়।

ওই গৃহবধূর নাম মুক্তা আক্তার (২৪)। তিনি ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার সোনাউটা গ্রামের বাহরাইনপ্রবাসী সিদ্দিকুর রহমানের স্ত্রী।

আজ শনিবার দুপুরে প্রসূতি মুক্তা আক্তারের ভাই মো. শান্ত বলেন, তাঁর ভগ্নিপতি সিদ্দিকুর রহমান বর্তমানে বাহরাইনে অবস্থান করছেন। চার সন্তান ও স্ত্রীর খোঁজ নিতে বাহরাইন থেকে সিদ্দিকুর সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। বর্তমানে তাঁর বোন হাসপাতালের কেবিনে আছেন।

পরিবার ও স্বজন সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সকাল সাতটার দিকে মুক্তা আক্তারের প্রসবব্যথা শুরু হলে তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের লেবার ওয়ার্ডে ভর্তি করা হয়। স্বাভাবিক প্রসব না হওয়ায় গতকাল বেলা দুইটার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে চার সন্তানের জন্ম হয়। চার নবজাতকের নাম রাখা হয়েছে সায়েম, সালিম, আলিম ও আয়শা।

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মনিরুজ্জামান শহিন প্রথম আলোকে বলেন, চার নবজাতকই বাহ্যিকভাবে সুস্থ বলে মনে হয়। তবে চারজনই কম ওজন নিয়ে জন্মেছে। এর মধ্যে একটি নবজাতকের ওজন দুই কেজি এবং অপর তিনজনের ১ দশমিক ৩ কেজি। ভূমিষ্ঠ হওয়ার সময় স্বাভাবিক একটি নবজাতকের যে ওজন থাকার কথা, তা কারও নেই। চার নবজাতককে হাসপাতালের নিউনেটাল ওয়ার্ডে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়েছে। তারা শঙ্কামুক্ত নয়। নবজাতকতের মা সুস্থ আছেন।

মুক্তা আক্তারের মা মায়া বেগম বলেন, ‘একসঙ্গে চার নাতি-নাতনি এল। আমরা এতে খুশি। তবে সবাই দোয়া করবেন, যেন ওরা সুস্থ থাকে।’ তিনি আরও বলেন, ১০ বছর আগে মেয়ে মুক্তার বিয়ে হয় সিদ্দিকুর রহমানের সঙ্গে। তাঁদের সংসারে সাত বছরের একটি কন্যাসন্তান আছে।