খুলনায় ভৈরব নদে ভাসছিল চীনা প্রকৌশলীর লাশ

চীনা প্রকৌশলী ওয়াং জাওহুয়ে
ছবি: সংগৃহীত

খুলনায় ভৈরব নদে ভাসমান এক চীনা প্রকৌশলীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরের ১৩ নম্বর ওয়ার্ডের চরেরহাট এলাকার ভৈরব নদ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

উদ্ধার লাশটি চীনা প্রকৌশলী ওয়াং জাওহুয়ে। তিনি খুলনার খালিশপুরের বিআইডিসি সড়কে নির্মাণাধীন রূপসা ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের প্রকৌশলী ছিলেন।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় চুল কাটানোর কথা বলে কর্মস্থল রূপসা ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকা থেকে বের হন প্রকৌশলী ওয়াং জাওহুয়ে। এরপর আর তিনি ফেরেননি। তাঁকে খুঁজে না পেয়ে নিয়োগকারী কোম্পানির পক্ষ থেকে গতকাল শুক্রবার দুপুরে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

ওসি শেখ মুনীর উল গীয়াস আরও বলেন, আজ সকালে ভৈরব নদে ওই চীনা প্রকৌশলীর লাশ পাওয়া যায়। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।